ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

‘কুংফু পান্ডা’ সিরিজের নতুন মুভি মুক্তি পাচ্ছে আজ

  • পোস্ট হয়েছে : ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • 26

বিনোদন ডেস্ক: আজ মুক্তি পাচ্ছে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘কুংফু পান্ডার’ নতুন সিকোয়েল। সারাবিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুভিটি দেখা যাবে বড় পর্দায়।

এর আগে এই সিরিজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছিলো। যার প্রতিটিই এনিমেশনপ্রিয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিলো। প্রায় আট বছর পর এই সিরিজের নতুন সিনেমাটি পেল ভক্তরা। এটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার।

ত্রিমাত্রিক অ্যানিমেশনের মাধ্যমে নির্মিত ছবিটির দৃশ্যায়ন সকলকে মুগ্ধ করবে। এতে চীনা ঐতিহ্যমিশ্রিত একটি মিথ তুলে ধরা হয়েছে। অ্যানিমেশন সিনেমাটির গল্প বলার ধরন আর সংলাপ দর্শকদের আনন্দ দেবে।

সিনেমাটির চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন একঝাঁক তারকা। তাঁদের মধ্যে পান্ডা পো চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা জ্যাক ব্ল্যাক। এ ছাড়া জেহেন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাকওয়াফিনা, ক্যামলন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ভিওলা ডেভিস, সিফু চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ডাস্টিন হফম্যান, মিস্টার পিং চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা জেমস হং।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘কুংফু পান্ডা’ সিরিজের নতুন মুভি মুক্তি পাচ্ছে আজ

পোস্ট হয়েছে : ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: আজ মুক্তি পাচ্ছে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘কুংফু পান্ডার’ নতুন সিকোয়েল। সারাবিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুভিটি দেখা যাবে বড় পর্দায়।

এর আগে এই সিরিজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছিলো। যার প্রতিটিই এনিমেশনপ্রিয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিলো। প্রায় আট বছর পর এই সিরিজের নতুন সিনেমাটি পেল ভক্তরা। এটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার।

ত্রিমাত্রিক অ্যানিমেশনের মাধ্যমে নির্মিত ছবিটির দৃশ্যায়ন সকলকে মুগ্ধ করবে। এতে চীনা ঐতিহ্যমিশ্রিত একটি মিথ তুলে ধরা হয়েছে। অ্যানিমেশন সিনেমাটির গল্প বলার ধরন আর সংলাপ দর্শকদের আনন্দ দেবে।

সিনেমাটির চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন একঝাঁক তারকা। তাঁদের মধ্যে পান্ডা পো চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা জ্যাক ব্ল্যাক। এ ছাড়া জেহেন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাকওয়াফিনা, ক্যামলন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ভিওলা ডেভিস, সিফু চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ডাস্টিন হফম্যান, মিস্টার পিং চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা জেমস হং।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: