ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে নির্বাচনে সহিংসতা, গ্রেফতার ৫ আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

  • পোস্ট হয়েছে : ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • 11

বিজনেস আওয়ার প্রতিবেদক: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সহিংসতার ঘটনায় পাঁচ আইনজীবীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন এজাহারের ৫ নম্বর আসামি আইনজীবী কাজী বশির আহমেদ, ৯ নম্বর আসামি অ্যাডভোকেট তুষার, ১১ নম্বর আসামি অ্যাডভোকেট তরিকুল, ৮ নম্বর আসামি অ্যাডভোকেট সুমন ও ৬ নম্বর আসামি অ্যাডভোকেট ওসমান।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

শাহবাগ থানায় হওয়া মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

হারুন অর রশিদ বলেন, শাহবাগ থানায় মামলা হওয়ার পর ডিবি ছায়াতদন্ত শুরু করে। পরে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে পাঁচ আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, যে যত বড়ই শক্তিশালী হোন না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নন।

‌‘সুপ্রিম কোর্ট এলাকায় মারামারির ঘটনা ঘটায়। তারা মানুষের ওপর হামলা করে, অনিয়ম করায় মামলা হয়েছে। এ ঘটনায় গত রাতে রাজধানীর বনানীসহ বিভিন্ন এলাকা থেকে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন তারা দেশের সর্বোচ্চ বিচারালয়ে মারামারির ঘটনা ঘটিয়েছে।’

হারুন বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে খোঁজা হচ্ছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। এছাড়া গ্রেফতারদের কারা ইন্ধন দিয়েছে, সেটা জানার চেষ্টা করছি। কারা মারামারি করার জন্য সাহস যুগিয়েছে, তাদেরও নিয়ে আসা হবে। এজাহারভুক্ত আসামিরা কে কত বড় শক্তিশালী, সেটা দেখার বিষয় না। সে আসামি, এটাই বিবেচ্য।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সুপ্রিম কোর্টে নির্বাচনে সহিংসতা, গ্রেফতার ৫ আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

পোস্ট হয়েছে : ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সহিংসতার ঘটনায় পাঁচ আইনজীবীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন এজাহারের ৫ নম্বর আসামি আইনজীবী কাজী বশির আহমেদ, ৯ নম্বর আসামি অ্যাডভোকেট তুষার, ১১ নম্বর আসামি অ্যাডভোকেট তরিকুল, ৮ নম্বর আসামি অ্যাডভোকেট সুমন ও ৬ নম্বর আসামি অ্যাডভোকেট ওসমান।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

শাহবাগ থানায় হওয়া মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

হারুন অর রশিদ বলেন, শাহবাগ থানায় মামলা হওয়ার পর ডিবি ছায়াতদন্ত শুরু করে। পরে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে পাঁচ আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, যে যত বড়ই শক্তিশালী হোন না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নন।

‌‘সুপ্রিম কোর্ট এলাকায় মারামারির ঘটনা ঘটায়। তারা মানুষের ওপর হামলা করে, অনিয়ম করায় মামলা হয়েছে। এ ঘটনায় গত রাতে রাজধানীর বনানীসহ বিভিন্ন এলাকা থেকে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন তারা দেশের সর্বোচ্চ বিচারালয়ে মারামারির ঘটনা ঘটিয়েছে।’

হারুন বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে খোঁজা হচ্ছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। এছাড়া গ্রেফতারদের কারা ইন্ধন দিয়েছে, সেটা জানার চেষ্টা করছি। কারা মারামারি করার জন্য সাহস যুগিয়েছে, তাদেরও নিয়ে আসা হবে। এজাহারভুক্ত আসামিরা কে কত বড় শক্তিশালী, সেটা দেখার বিষয় না। সে আসামি, এটাই বিবেচ্য।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: