ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অস্কারের মঞ্চে নগ্ন হয়ে হাজির জন সিনা!

  • পোস্ট হয়েছে : ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • 25

বিনোদন ডেস্ক: ৯৬তম অস্কারে ‘সেরা কস্টিউম ডিজাইন’ পুরস্কার ঘোষণা করতে গিয়ে নগ্ন অবস্থায় মঞ্চে ওঠেন রেসলার-অভিনেতা জন সিনা। গতবারের চড়কাণ্ডের পর এবারের অস্কারে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা।

বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (১১ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিমি কিমেল।

সেরা কস্টিউম পুরস্কার ঘোষণা করতে গিয়ে মঞ্চে জন সিনাকে ডেকে নেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল এক টুকরো কাগজ। পুরো শরীরে কোথাও একটা সুতাও ছিল না।

নিজের শরীরের একটি অংশ খাম দিয়ে ঢেকে রেখে জন বলে ওঠেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস!’ এরপরই অভিনেতার জন্য কয়েকজন সহকারী একটি চমৎকার গাউন নিয়ে আসেন।

এসময় জন সিনা মজা করে জানান, যে তিনি নগ্ন হয়ে কুস্তি করেন না, এখন যতটা করেছেন। পাশ থেকে কিমেল বলে ওঠেন, ‘আসলেই কস্টিউম খুবই গুরুত্বপূর্ণ!’ তাদের এমন কাণ্ডে দর্শকরা অট্টহাসিতে ফেটে পড়েন। দর্শকসারি থেকেও বিভিন্ন মন্তব্যে জমে ওঠে অস্কারের সেই মুহূর্ত।

১৯৭৪ রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্ট্রিকার’ একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চজুড়ে শান্তির চিহ্ন ফ্ল্যাশ করার সময় এভাবেই দৌড়েছিলেন। সেটারই পুনরাবৃত্তি ঘটল চলতি আসরে। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা। এবার সেরা কস্টিউমের পুরস্কার পেয়েছে মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’।

উল্লেখ্য, গত বছর অস্কারের সঞ্চালনা করেছিলেন ক্রিস রক। তিনি উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে বেফাঁস একটি মন্তব্যে করে বসেন। যে কারণে উইল স্মিথের কাছ থেকে চড় হজম করতে হয়েছিল তাকে। যে ঘটনা অবাক করেছিল পুরো বিশ্বের শোবিজ অঙ্গনকে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অস্কারের মঞ্চে নগ্ন হয়ে হাজির জন সিনা!

পোস্ট হয়েছে : ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: ৯৬তম অস্কারে ‘সেরা কস্টিউম ডিজাইন’ পুরস্কার ঘোষণা করতে গিয়ে নগ্ন অবস্থায় মঞ্চে ওঠেন রেসলার-অভিনেতা জন সিনা। গতবারের চড়কাণ্ডের পর এবারের অস্কারে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা।

বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (১১ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিমি কিমেল।

সেরা কস্টিউম পুরস্কার ঘোষণা করতে গিয়ে মঞ্চে জন সিনাকে ডেকে নেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল এক টুকরো কাগজ। পুরো শরীরে কোথাও একটা সুতাও ছিল না।

নিজের শরীরের একটি অংশ খাম দিয়ে ঢেকে রেখে জন বলে ওঠেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস!’ এরপরই অভিনেতার জন্য কয়েকজন সহকারী একটি চমৎকার গাউন নিয়ে আসেন।

এসময় জন সিনা মজা করে জানান, যে তিনি নগ্ন হয়ে কুস্তি করেন না, এখন যতটা করেছেন। পাশ থেকে কিমেল বলে ওঠেন, ‘আসলেই কস্টিউম খুবই গুরুত্বপূর্ণ!’ তাদের এমন কাণ্ডে দর্শকরা অট্টহাসিতে ফেটে পড়েন। দর্শকসারি থেকেও বিভিন্ন মন্তব্যে জমে ওঠে অস্কারের সেই মুহূর্ত।

১৯৭৪ রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্ট্রিকার’ একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চজুড়ে শান্তির চিহ্ন ফ্ল্যাশ করার সময় এভাবেই দৌড়েছিলেন। সেটারই পুনরাবৃত্তি ঘটল চলতি আসরে। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা। এবার সেরা কস্টিউমের পুরস্কার পেয়েছে মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’।

উল্লেখ্য, গত বছর অস্কারের সঞ্চালনা করেছিলেন ক্রিস রক। তিনি উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে বেফাঁস একটি মন্তব্যে করে বসেন। যে কারণে উইল স্মিথের কাছ থেকে চড় হজম করতে হয়েছিল তাকে। যে ঘটনা অবাক করেছিল পুরো বিশ্বের শোবিজ অঙ্গনকে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: