ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সরকার করোনার আগ্রাসন প্রতিহত করতে ব্যর্থ : ফখরুল

  • পোস্ট হয়েছে : ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
  • 56

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ব্যর্থ হয়েছে করোনার আগ্রাসন প্রতিহত করতে। তবে জনগণকে নিরাপদে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন ফখরুল।

শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে পরামর্শ বহু দিয়েছি। এত বার দিয়েছি, তাতে তিরস্কারই পেয়েছি। ওটা নিয়ে তাঁরা চিন্তাও করেনি। আবার দেখা যাচ্ছে যে, আমাদের যে প্যাকেজ ছিল, প্রস্তাব ছিল, সেটা ছিল সবচেয়ে যুক্তিসঙ্গত।’ তিনি বলেন, সরকার ব্যর্থ হয়েছে করোনার আগ্রাসন প্রতিহত করতে। তবে জনগণকে নিরাপদে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন ফখরুল।

৩১ মে থেকে অফিস–আদালত, গণপরিবহন সব চালু হতে যাচ্ছে। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কোনোরকম চিন্তা ছাড়া একেবারে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মনে করি, এটা ভুল সিদ্ধান্ত। আরও চরম বিপদের মধ্যে ঠেলে দেওয়া হলো।’

সরকার নিজের পরামর্শক কমিটির কথাও শুনেছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এমনকি তাঁদের নির্বাচিত টেকনিক্যাল কমিটি, পরামর্শক কমিটি পরামর্শ দিয়েছে এখন এই মুহূর্তে একবারে একসাথে সবকিছু খোলা উচিত হবে না। সরকার তাঁদের কথা না শুনে সবকিছু খুলে দেওয়ায় আমরা আরও বড় হুমকির মুখে পড়ে যাচ্ছি।’

জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দল, চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে এই নেতার কথা বারবার মনে হয়। মনে হয়, তিনি যদি নেতৃত্ব দিতে পারতেন, তাহলে হয়তো বাংলাদেশের মানুষকে এতো কষ্ট পেতে হতো না।’

বিজনেস আওয়ার/৩০ মে, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সরকার করোনার আগ্রাসন প্রতিহত করতে ব্যর্থ : ফখরুল

পোস্ট হয়েছে : ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ব্যর্থ হয়েছে করোনার আগ্রাসন প্রতিহত করতে। তবে জনগণকে নিরাপদে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন ফখরুল।

শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে পরামর্শ বহু দিয়েছি। এত বার দিয়েছি, তাতে তিরস্কারই পেয়েছি। ওটা নিয়ে তাঁরা চিন্তাও করেনি। আবার দেখা যাচ্ছে যে, আমাদের যে প্যাকেজ ছিল, প্রস্তাব ছিল, সেটা ছিল সবচেয়ে যুক্তিসঙ্গত।’ তিনি বলেন, সরকার ব্যর্থ হয়েছে করোনার আগ্রাসন প্রতিহত করতে। তবে জনগণকে নিরাপদে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন ফখরুল।

৩১ মে থেকে অফিস–আদালত, গণপরিবহন সব চালু হতে যাচ্ছে। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কোনোরকম চিন্তা ছাড়া একেবারে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মনে করি, এটা ভুল সিদ্ধান্ত। আরও চরম বিপদের মধ্যে ঠেলে দেওয়া হলো।’

সরকার নিজের পরামর্শক কমিটির কথাও শুনেছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এমনকি তাঁদের নির্বাচিত টেকনিক্যাল কমিটি, পরামর্শক কমিটি পরামর্শ দিয়েছে এখন এই মুহূর্তে একবারে একসাথে সবকিছু খোলা উচিত হবে না। সরকার তাঁদের কথা না শুনে সবকিছু খুলে দেওয়ায় আমরা আরও বড় হুমকির মুখে পড়ে যাচ্ছি।’

জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দল, চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে এই নেতার কথা বারবার মনে হয়। মনে হয়, তিনি যদি নেতৃত্ব দিতে পারতেন, তাহলে হয়তো বাংলাদেশের মানুষকে এতো কষ্ট পেতে হতো না।’

বিজনেস আওয়ার/৩০ মে, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: