ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দুদিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • 15

বিজনেস আওয়ার প্রতিবেদক: দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

দুপুরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এরপর বাণিজ্য প্রতিমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা রয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাউরো ভিয়েরা। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে। ব্রাজিল বাংলাদেশে কম দামে মাংস রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এ সফরে কৃষি ও প্রতিরক্ষা খাতে দুটি এমওইউ সইয়ের বিষয়ে কথা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

বিজনেস আওয়ার/০৭ এপ্রিল/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দুদিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

পোস্ট হয়েছে : ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

দুপুরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এরপর বাণিজ্য প্রতিমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা রয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাউরো ভিয়েরা। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে। ব্রাজিল বাংলাদেশে কম দামে মাংস রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এ সফরে কৃষি ও প্রতিরক্ষা খাতে দুটি এমওইউ সইয়ের বিষয়ে কথা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

বিজনেস আওয়ার/০৭ এপ্রিল/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: