ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাব এশিয়ার শেয়ারবাজারে

  • পোস্ট হয়েছে : ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • 6

বিজনেস আওয়ার ডেস্ক: : ইউক্রেন-রাশিয়ার পর গাজা-ইসরাইল সংঘর্ষ বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে বহুমুখী সংকট তৈরি করেছে। একটি নতুন মাত্রা যোগ করছে ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলা, একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। নতুন ঝুঁকির প্রভাব দেখা গেছে এশিয়ার শেয়ারবাজারে। এ অঞ্চলের বাজার সূচকে পতনের পাশাপাশি সোমবার সোনার দাম বেড়েছে।

রয়টার্স জানিয়েছে, জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে শেয়ারের বিস্তৃত সূচক দশমিক ৭ শতাংশ কমেছে। অন্যদিকে মূল্যস্ফীতির চাপ আরো বেশিদিন স্থিতিশীলভাবে ধরে রাখবে যুক্তরাষ্ট্র, ক্রমবর্ধমান এমন প্রত্যাশার মাঝে ইয়েনের বিপরীতে ডলারের বিনিময় হার ৩৪ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় রয়েছে।

এর আগে, তেহরান ১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল। প্রতিশোধ হিসাবে, ইরান ১৩ এপ্রিল গভীর রাতে বিস্ফোরক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছিল। আশঙ্কা রয়েছে যে দুটি চিরশত্রুর মধ্যে খোলা যুদ্ধের আশঙ্কা রয়েছে।

মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে আরও টানবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণে অংশ নেবে না যুক্তরাষ্ট্র।

ক্রমবর্ধমান এই ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সোমবার এশিয়ার বাজারে অস্বস্তি ছড়িয়ে পড়ে। জাপানের নিক্কেই সূচকে ১ শতাংশ পতন দেখা যায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০-এ প্রায় দশমিক ৫ শতাংশ পতন ঘটে। এছাড়া হংকংয়ের হ্যাং সেং সূচক দশমিক ৬৩ শতাংশ কমেছে।

বাজারের এমন নিরাপত্তাহীনতার মাঝে স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৩৫৬ ডলার ৩৯ সেন্টে পৌঁছেছে। একই সঙ্গে দৃঢ় অবস্থানে রয়েছে ডলারের বিনিময় হারও।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম নিয়েও এখন বড় ধরনের শংকা দেখা দিয়েছে। এ প্রসঙ্গে গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিকসের গ্রুপ প্রধান অর্থনীতিবিদ নীল শিয়ারিং বলেন, ‘ইরান-ইসরায়েলের এ সংঘাত বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হচ্ছে কিনা এবং জ্বালানির বাজারে এর প্রতিক্রিয়া কী হবে, বিশ্ব অর্থনীতির জন্য এটিই মূল ঝুঁকি।’

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দামের বৃদ্ধি উন্নত অর্থনীতিতে মূল্যস্ফীতিকে লক্ষ্যে ফিরিয়ে আনার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। জ্বালানির উচ্চ মূল্য মূল্যস্ফীতি বাড়িয়ে দিলে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ওপর বস্তুগত প্রভাব পড়বে।’

ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের প্রধান ব্যাংকগুলোর প্রচেষ্টা সত্ত্বেও ওয়াল স্ট্রিট প্রভাবিত হয়েছে। গত শুক্রবার তিনটি প্রধান সূচকই ১ শতাংশের বেশি কমেছে ও সাপ্তাহিক লেনদেনে লোকসান দেখা দেয়।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক জানুয়ারির পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক শতাংশীয় হারে ক্ষতি দেখেছে। একই সময়ে ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সাপ্তাহিক ক্ষতি ছিল গত মার্চের পর থেকে সবচেয়ে বেশি।

চীন অবশ্য এই প্রবণতার বাইরে রয়েছে। কোম্পানির লিস্টিং, ডিলিস্টিং ও কম্পিউটার-চালিত প্রোগ্রামের মাধ্যমে ট্রেডিং শক্তিশালী করতে ১২ এপ্রিল দেশটির সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থা খসড়া নিয়ম জারি করে। এর প্রভাবে দেশটির পুঁজিবাজার শক্তিশালী হয়ে ওঠে।

বাজারের অংশগ্রহণকারীরা চীনের পদক্ষেপকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। এদিন ব্লু-চিপ সিএসআই৩০০ সূচক প্রায় ২ শতাংশ বেড়েছে, একই সময়ে সাংহাই কম্পোজিট সূচক ১ দশমিক ২ শতাংশ বাড়ে।

বৈশ্বিক এই ঝুঁকির প্রভাব বিটকয়েনের বাজারকেও প্রভাবিত করেছে। বিটকয়েনের বিনিময় হার ৩ শতাংশের বেশি কমে ৬৫ হাজার ১০ ডলারে নেমে এসেছে।

বিজনেস আওয়ার/১৬ এপ্রিল/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাব এশিয়ার শেয়ারবাজারে

পোস্ট হয়েছে : ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: : ইউক্রেন-রাশিয়ার পর গাজা-ইসরাইল সংঘর্ষ বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে বহুমুখী সংকট তৈরি করেছে। একটি নতুন মাত্রা যোগ করছে ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলা, একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। নতুন ঝুঁকির প্রভাব দেখা গেছে এশিয়ার শেয়ারবাজারে। এ অঞ্চলের বাজার সূচকে পতনের পাশাপাশি সোমবার সোনার দাম বেড়েছে।

রয়টার্স জানিয়েছে, জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে শেয়ারের বিস্তৃত সূচক দশমিক ৭ শতাংশ কমেছে। অন্যদিকে মূল্যস্ফীতির চাপ আরো বেশিদিন স্থিতিশীলভাবে ধরে রাখবে যুক্তরাষ্ট্র, ক্রমবর্ধমান এমন প্রত্যাশার মাঝে ইয়েনের বিপরীতে ডলারের বিনিময় হার ৩৪ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় রয়েছে।

এর আগে, তেহরান ১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল। প্রতিশোধ হিসাবে, ইরান ১৩ এপ্রিল গভীর রাতে বিস্ফোরক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছিল। আশঙ্কা রয়েছে যে দুটি চিরশত্রুর মধ্যে খোলা যুদ্ধের আশঙ্কা রয়েছে।

মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে আরও টানবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণে অংশ নেবে না যুক্তরাষ্ট্র।

ক্রমবর্ধমান এই ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সোমবার এশিয়ার বাজারে অস্বস্তি ছড়িয়ে পড়ে। জাপানের নিক্কেই সূচকে ১ শতাংশ পতন দেখা যায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০-এ প্রায় দশমিক ৫ শতাংশ পতন ঘটে। এছাড়া হংকংয়ের হ্যাং সেং সূচক দশমিক ৬৩ শতাংশ কমেছে।

বাজারের এমন নিরাপত্তাহীনতার মাঝে স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৩৫৬ ডলার ৩৯ সেন্টে পৌঁছেছে। একই সঙ্গে দৃঢ় অবস্থানে রয়েছে ডলারের বিনিময় হারও।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম নিয়েও এখন বড় ধরনের শংকা দেখা দিয়েছে। এ প্রসঙ্গে গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিকসের গ্রুপ প্রধান অর্থনীতিবিদ নীল শিয়ারিং বলেন, ‘ইরান-ইসরায়েলের এ সংঘাত বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হচ্ছে কিনা এবং জ্বালানির বাজারে এর প্রতিক্রিয়া কী হবে, বিশ্ব অর্থনীতির জন্য এটিই মূল ঝুঁকি।’

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দামের বৃদ্ধি উন্নত অর্থনীতিতে মূল্যস্ফীতিকে লক্ষ্যে ফিরিয়ে আনার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। জ্বালানির উচ্চ মূল্য মূল্যস্ফীতি বাড়িয়ে দিলে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ওপর বস্তুগত প্রভাব পড়বে।’

ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের প্রধান ব্যাংকগুলোর প্রচেষ্টা সত্ত্বেও ওয়াল স্ট্রিট প্রভাবিত হয়েছে। গত শুক্রবার তিনটি প্রধান সূচকই ১ শতাংশের বেশি কমেছে ও সাপ্তাহিক লেনদেনে লোকসান দেখা দেয়।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক জানুয়ারির পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক শতাংশীয় হারে ক্ষতি দেখেছে। একই সময়ে ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সাপ্তাহিক ক্ষতি ছিল গত মার্চের পর থেকে সবচেয়ে বেশি।

চীন অবশ্য এই প্রবণতার বাইরে রয়েছে। কোম্পানির লিস্টিং, ডিলিস্টিং ও কম্পিউটার-চালিত প্রোগ্রামের মাধ্যমে ট্রেডিং শক্তিশালী করতে ১২ এপ্রিল দেশটির সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থা খসড়া নিয়ম জারি করে। এর প্রভাবে দেশটির পুঁজিবাজার শক্তিশালী হয়ে ওঠে।

বাজারের অংশগ্রহণকারীরা চীনের পদক্ষেপকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। এদিন ব্লু-চিপ সিএসআই৩০০ সূচক প্রায় ২ শতাংশ বেড়েছে, একই সময়ে সাংহাই কম্পোজিট সূচক ১ দশমিক ২ শতাংশ বাড়ে।

বৈশ্বিক এই ঝুঁকির প্রভাব বিটকয়েনের বাজারকেও প্রভাবিত করেছে। বিটকয়েনের বিনিময় হার ৩ শতাংশের বেশি কমে ৬৫ হাজার ১০ ডলারে নেমে এসেছে।

বিজনেস আওয়ার/১৬ এপ্রিল/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: