ঢাকা , রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যে সিনেমা করতে গিয়ে প্রায় মরতে বসেছিলেন টম হ্যাঙ্কস

  • পোস্ট হয়েছে : ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • 81

বিনোদন ডেস্ক: হলিউডের বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্কস। অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে কালজয়ী সব সিনেমা। যার মধ্যে অন্যতম ‘কাস্ট অ্যাওয়ে।

’ দর্শকপ্রিয় এই সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়। এতে টম হ্যাঙ্কসের অভিনয় আজও চিরসবুজ হয়ে রয়েছে দর্শকমনে। তবে অনেকেই হয়তো জানেন না, সিনেমাটি করতে গিয়ে প্রায় মরতে বসেছিলেন এই অভিনেতা!
কাস্ট অ্যাওয়ে’তে টম হ্যাঙ্কস একটি খ্যাতনামা কুরিয়ার কোম্পানির একজন কর্মচারী হিসেবে অভিনয় করেছেন যিনি একটি বিমান দুর্ঘটনার পরে পাঁচ বছর ধরে একটি দ্বীপে আটকা পড়েছিলেন। সেই দ্বীপে শত প্রতিকুলতা মোকাবিলা করে জীবন সংগ্রামে তাঁর টিকে থাকার গল্প নিয়েই নির্মিত সিনেমাটি।

এতে নিজের চরিত্রেকে বাস্তবিক করতে কঠোর পরিশ্রম করেছিলেন টম। সিনেমাটিতে তাঁর শারীরিক রুপান্তর চমকে দিয়েছে দর্শকদেরও।‘কাস্ট অ্যাওয়ে’ সিনেমায় টম হ্যাঙ্কস

২০০৯ সালে বিবিসি’র সাথে একটি সাক্ষাৎকারে, ফরেস্ট গাম্প তারকা প্রকাশ করেছিলেন যে সিনেমাটির শুটিংয়ের সময় তাঁর পা কেটে যাওয়ার পর তিনি মারাত্মকভাবে ভুগেছেন। এমনকী প্রায় মরতে বসেছিলেন অভিনেতা! হ্যাঙ্কস তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন যেখানে তাঁর সংক্রমিত হয়ে যাওয়া কাটা পায়ের চিকিৎসা করা হয়েছিল।

বিবিসিকে টম বলেন, ‘আমি তাদের বললাম, আমাকে হাসপাতালে ভর্তি করুন। হাসপাতালে আমি তিন দিন এমন সংকটময় অবস্থায় ছিলাম যা আমাকে প্রায় মেরে ফেলেছিল। একটি কাঁটা থেকে সংক্রমিত হয়ে গিয়েছিল আমার পা। আমি এটা জানতাম না, আমি শুধু ভেবেছিলাম আমার একটা ঘা হয়েছে। তবে এটি ধীরে ধীরে আমার পা গ্রাস করে নিয়েছিল।

টম বলেন, ‘আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম যিনি আমাকে একবার দেখে বলেছিলেন, ‘আমাকে হাসপাতালে রাখতে হবে কারণ এই সংক্রমণটি আপনার রক্তে মিশে বিষাক্ত হওয়ার আগে এটি বের করে দিতে হবে। নয়তো আপনি মারা যাবেন।’

নিজের সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর নামের পাশে রয়েছে ফরেস্ট গাম্প, দ্য টার্মিনাল, সেভিং প্রাইভেট রায়ান, ফিলাডেলফিয়া’র মতো কালজয়ী সব চলচ্চিত্র। অভিনয়ের সময় বহুবারই আঘাত পেয়েছেন টম। তবে ‘কাস্ট অ্যাওয়ে’র সেই দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাকে!

বিজনেস আওয়ার/১৮ এপ্রিল/ এস কে

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যে সিনেমা করতে গিয়ে প্রায় মরতে বসেছিলেন টম হ্যাঙ্কস

পোস্ট হয়েছে : ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: হলিউডের বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্কস। অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে কালজয়ী সব সিনেমা। যার মধ্যে অন্যতম ‘কাস্ট অ্যাওয়ে।

’ দর্শকপ্রিয় এই সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়। এতে টম হ্যাঙ্কসের অভিনয় আজও চিরসবুজ হয়ে রয়েছে দর্শকমনে। তবে অনেকেই হয়তো জানেন না, সিনেমাটি করতে গিয়ে প্রায় মরতে বসেছিলেন এই অভিনেতা!
কাস্ট অ্যাওয়ে’তে টম হ্যাঙ্কস একটি খ্যাতনামা কুরিয়ার কোম্পানির একজন কর্মচারী হিসেবে অভিনয় করেছেন যিনি একটি বিমান দুর্ঘটনার পরে পাঁচ বছর ধরে একটি দ্বীপে আটকা পড়েছিলেন। সেই দ্বীপে শত প্রতিকুলতা মোকাবিলা করে জীবন সংগ্রামে তাঁর টিকে থাকার গল্প নিয়েই নির্মিত সিনেমাটি।

এতে নিজের চরিত্রেকে বাস্তবিক করতে কঠোর পরিশ্রম করেছিলেন টম। সিনেমাটিতে তাঁর শারীরিক রুপান্তর চমকে দিয়েছে দর্শকদেরও।‘কাস্ট অ্যাওয়ে’ সিনেমায় টম হ্যাঙ্কস

২০০৯ সালে বিবিসি’র সাথে একটি সাক্ষাৎকারে, ফরেস্ট গাম্প তারকা প্রকাশ করেছিলেন যে সিনেমাটির শুটিংয়ের সময় তাঁর পা কেটে যাওয়ার পর তিনি মারাত্মকভাবে ভুগেছেন। এমনকী প্রায় মরতে বসেছিলেন অভিনেতা! হ্যাঙ্কস তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন যেখানে তাঁর সংক্রমিত হয়ে যাওয়া কাটা পায়ের চিকিৎসা করা হয়েছিল।

বিবিসিকে টম বলেন, ‘আমি তাদের বললাম, আমাকে হাসপাতালে ভর্তি করুন। হাসপাতালে আমি তিন দিন এমন সংকটময় অবস্থায় ছিলাম যা আমাকে প্রায় মেরে ফেলেছিল। একটি কাঁটা থেকে সংক্রমিত হয়ে গিয়েছিল আমার পা। আমি এটা জানতাম না, আমি শুধু ভেবেছিলাম আমার একটা ঘা হয়েছে। তবে এটি ধীরে ধীরে আমার পা গ্রাস করে নিয়েছিল।

টম বলেন, ‘আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম যিনি আমাকে একবার দেখে বলেছিলেন, ‘আমাকে হাসপাতালে রাখতে হবে কারণ এই সংক্রমণটি আপনার রক্তে মিশে বিষাক্ত হওয়ার আগে এটি বের করে দিতে হবে। নয়তো আপনি মারা যাবেন।’

নিজের সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর নামের পাশে রয়েছে ফরেস্ট গাম্প, দ্য টার্মিনাল, সেভিং প্রাইভেট রায়ান, ফিলাডেলফিয়া’র মতো কালজয়ী সব চলচ্চিত্র। অভিনয়ের সময় বহুবারই আঘাত পেয়েছেন টম। তবে ‘কাস্ট অ্যাওয়ে’র সেই দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাকে!

বিজনেস আওয়ার/১৮ এপ্রিল/ এস কে

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: