ঢাকা , বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পতনের মধ্যেও শেয়ার বিক্রির ধুম উদ্যোক্তা পরিচালকদের

  • পোস্ট হয়েছে : ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • 8

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে চলছে ধারাবাহিক পতন। পতনের ধাক্কায় বিনিয়োগকারীরা দিশেহারা। বাজারে ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যেও তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থামছে না। আজ বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) ওয়ালটন হাইটেকের এক উদ্যোক্তা পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। যার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

এর আগে চলতি এপ্রিল মাসে মোটা দাগে তালিকাভুক্ত ৫টির বেশি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। যেগুলোর বাজার দাম ৫০ কোটি টাকার বেশি হবে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংকের ৪ লাখ ৮৫ হাজার, এমারেল্ড ওয়েলের দুই দফায় ৪৬ লাখ, লাভেলো আইসক্রীমের ২১ লাখ ৭৪ হাজার, বিবিএস কেবলসের ১৮ লাখ, ইন্দো-বাংলার ফার্মার ২৪ লাখ ৪৭ হাজার শেয়ার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের অস্বাভাবিক পতন রোধে যেখানে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ইতিবাচক ভূমিকায় এগিয়ে আসার কথা ছিল, সেখানে তারা উপর্যুপরি শেয়ার বিক্রির ঘোষণা দিয়ে বাজারের পতনকে আরও দীর্ঘায়িত করছেন। তাদের ধারাবাহিক সেল প্রেসারে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম তলানিতে এসে ঠেকেছে। যার ফলে কোম্পানিগুলোর শেয়ার কিনে বিনিয়োগকারীরা রীতিমতো দিশেহারা অবস্থায়। এমন অবস্থায় উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

অন্যদিকে, পতনের বাজারকে সাপোর্ট দেয়ার জন্য তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বাই-ব্যাক করার আইন জরুরীভিত্তিতে প্রণয়ন করা উচিত।

বিজনেস আওয়ার/১৮ এপ্রিল/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পতনের মধ্যেও শেয়ার বিক্রির ধুম উদ্যোক্তা পরিচালকদের

পোস্ট হয়েছে : ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে চলছে ধারাবাহিক পতন। পতনের ধাক্কায় বিনিয়োগকারীরা দিশেহারা। বাজারে ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যেও তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থামছে না। আজ বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) ওয়ালটন হাইটেকের এক উদ্যোক্তা পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। যার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

এর আগে চলতি এপ্রিল মাসে মোটা দাগে তালিকাভুক্ত ৫টির বেশি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। যেগুলোর বাজার দাম ৫০ কোটি টাকার বেশি হবে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংকের ৪ লাখ ৮৫ হাজার, এমারেল্ড ওয়েলের দুই দফায় ৪৬ লাখ, লাভেলো আইসক্রীমের ২১ লাখ ৭৪ হাজার, বিবিএস কেবলসের ১৮ লাখ, ইন্দো-বাংলার ফার্মার ২৪ লাখ ৪৭ হাজার শেয়ার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের অস্বাভাবিক পতন রোধে যেখানে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ইতিবাচক ভূমিকায় এগিয়ে আসার কথা ছিল, সেখানে তারা উপর্যুপরি শেয়ার বিক্রির ঘোষণা দিয়ে বাজারের পতনকে আরও দীর্ঘায়িত করছেন। তাদের ধারাবাহিক সেল প্রেসারে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম তলানিতে এসে ঠেকেছে। যার ফলে কোম্পানিগুলোর শেয়ার কিনে বিনিয়োগকারীরা রীতিমতো দিশেহারা অবস্থায়। এমন অবস্থায় উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

অন্যদিকে, পতনের বাজারকে সাপোর্ট দেয়ার জন্য তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বাই-ব্যাক করার আইন জরুরীভিত্তিতে প্রণয়ন করা উচিত।

বিজনেস আওয়ার/১৮ এপ্রিল/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: