বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬২টির বা ৭৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার দর ছিল ২৩.৮০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৮.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহে ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ১৬.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ইন্স্যুরেন্সের ১৫.৫০ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১৪.৪৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪.২৯ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.০৪ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ১২.৮৩ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ১২.৬৪ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২.৫০ শতাংশ এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২.৪৪ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২০/এস