ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পীদের স্বার্থে নিয়ম মেনে যা যা প্রয়োজন করা হবে: মিশা

  • পোস্ট হয়েছে : ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • 8

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেছেন, চলচ্চিত্রশিল্পীদের স্বার্থে যা যা প্রয়োজন সব কিছু করা হবে। তবে সেটা হবে শিল্পী সমিতির নিয়ম মেনে। রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বিএফডিসিতে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

মিশা সওদাগর বলেন, ‘আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের যেকোনো প্রয়োজনে সমিতি তাদের পাশে থাকবে।

আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নির্বাচন যে যার মতো করেছেন। নির্বাচন শেষ আমরা সবাই আবার এক হয়ে গেছি। আমাদের মধ্যে সৌহার্দ্যে কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন নির্বাচনের ফলাফলের পরে নিপুণ আমাদের ফুল দিয়ে বরণ করেছে, আমরাও নিপুণকে ফুলের মালা পরিয়েছি। এর মধ্যেই বোঝা যায় আমাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিদ্বেষ নেই।’

শিল্পী সমিতির উন্নয়ন ও সমস্যাসহ নানা বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শিল্পী সমিতির পক্ষ থেকে আলাপের ব্যবস্থা করা হবে বলেও জানান এই অভিনেতা।

এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) দিনভর ভোটগ্রহণ শেষে পরের দিন শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর (২৬৫)। তাঁর বিপরীতে অভিনেতা মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল (২২৫)। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার (২০৯)।

এ ছাড়া সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১), ডি এ তায়েব (২৩৪), সহসাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন।

বিজনেস আওয়ার/২১ এপ্রিল/ এস কে

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শিল্পীদের স্বার্থে নিয়ম মেনে যা যা প্রয়োজন করা হবে: মিশা

পোস্ট হয়েছে : ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেছেন, চলচ্চিত্রশিল্পীদের স্বার্থে যা যা প্রয়োজন সব কিছু করা হবে। তবে সেটা হবে শিল্পী সমিতির নিয়ম মেনে। রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বিএফডিসিতে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

মিশা সওদাগর বলেন, ‘আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের যেকোনো প্রয়োজনে সমিতি তাদের পাশে থাকবে।

আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নির্বাচন যে যার মতো করেছেন। নির্বাচন শেষ আমরা সবাই আবার এক হয়ে গেছি। আমাদের মধ্যে সৌহার্দ্যে কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন নির্বাচনের ফলাফলের পরে নিপুণ আমাদের ফুল দিয়ে বরণ করেছে, আমরাও নিপুণকে ফুলের মালা পরিয়েছি। এর মধ্যেই বোঝা যায় আমাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিদ্বেষ নেই।’

শিল্পী সমিতির উন্নয়ন ও সমস্যাসহ নানা বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শিল্পী সমিতির পক্ষ থেকে আলাপের ব্যবস্থা করা হবে বলেও জানান এই অভিনেতা।

এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) দিনভর ভোটগ্রহণ শেষে পরের দিন শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর (২৬৫)। তাঁর বিপরীতে অভিনেতা মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল (২২৫)। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার (২০৯)।

এ ছাড়া সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১), ডি এ তায়েব (২৩৪), সহসাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন।

বিজনেস আওয়ার/২১ এপ্রিল/ এস কে

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: