ঢাকা , সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান

  • পোস্ট হয়েছে : ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • 30

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিজয়ের হাসি হেসেছে মিশা-ডিপজল পরিষদ। এবার তারা দিলেন জায়েদ খানসহ বেশ ক’জন শিল্পীকে সুখবর। সমিতির সদস্যপদ ফিরিয়ে দিবেন বলে জানিয়েছেন ২০২৪-২০২৬ মেয়াদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

এর আগে গত ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। তখন কমিটিতে ছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার। তাদের কমিটিই বেশ কিছু কারণ দেখিয়ে জায়েদের সদস্যপদ বাতিল করে।

এ বিষয়ে ডিপজল বলেন, ‘ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। বিষয়টি নিয়ে সভায় কথা বলব। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্যপদ ফিরিয়ে দেয়া হবে।’

প্রসঙ্গত, ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। ইতিমধ্যে নবনির্বাচিত কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জায়েদ খানসহ সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি নতুন সদস্যও নেওয়া হবে।

বিজনেস আওয়ার/২৮এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান

পোস্ট হয়েছে : ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিজয়ের হাসি হেসেছে মিশা-ডিপজল পরিষদ। এবার তারা দিলেন জায়েদ খানসহ বেশ ক’জন শিল্পীকে সুখবর। সমিতির সদস্যপদ ফিরিয়ে দিবেন বলে জানিয়েছেন ২০২৪-২০২৬ মেয়াদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

এর আগে গত ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। তখন কমিটিতে ছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার। তাদের কমিটিই বেশ কিছু কারণ দেখিয়ে জায়েদের সদস্যপদ বাতিল করে।

এ বিষয়ে ডিপজল বলেন, ‘ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। বিষয়টি নিয়ে সভায় কথা বলব। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্যপদ ফিরিয়ে দেয়া হবে।’

প্রসঙ্গত, ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। ইতিমধ্যে নবনির্বাচিত কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জায়েদ খানসহ সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি নতুন সদস্যও নেওয়া হবে।

বিজনেস আওয়ার/২৮এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: