ঢাকা , সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দারুণ জয়ে সিটির ওপর চাপ বাড়াল আর্সেনাল

  • পোস্ট হয়েছে : ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • 33

স্পোর্টস ডেস্ক: টানা দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগে শিরোপা জেতার আশা অনেকটা ফিকে হয়ে গেছে লিভারপুলের। ফলে শিরোপা লড়াই রূপ নিয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে। এই লড়াই আরও জমেছে রবিবার নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামের বিপক্ষে আর্সেনাল ৩-২ গোলে জেতায়। তিন রাউন্ড বাকি থাকতে ৮০ পয়েন্ট নিয়ে গানাররা আছে টেবিলের শীর্ষেই।

এতে ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ এবং লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছে মিকেল আরতেতার দল। কিন্তু মনে রাখা ভালো, আর্সেনালের চেয়ে ম্যানসিটি ম্যাচ কম খেলেছে দুটি। তাই লিগের লাগাম যে এখনো পেপ গার্দিওলার দলের হাতে সেকথা বলাই যায়। নিজেদের বাকি পাঁচ ম্যাচ জিতলেই টানা চতুর্থ লিগ জিতবে সিটিজেনরা।

তবে সিটি যদি কোনো ম্যাচে পয়েন্ট হারায় তাহলে কপাল খুলে যাবে আর্সেনালের। টটেনহামের জন্য এই ম্যাচের গুরুত্ব ছিল অনেক। কিন্তু এই হারে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে কঠিন সমীকরণেই পড়ে গেল স্পাররা। নিজেদের মাঠে ১৫ মিনিটে পিছিয়ে পড়ে তারা।

কর্নার থেকে আসা বল হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠান পিয়েরি এমিলে। একটু পরেই অবশ্য গোল পেতে পারত স্বাগতিকরা। কিন্তু ক্রিস্তিয়ান রোমেরোর হেড পোস্ট কাঁপিয়ে ফেরে।এগিয়ে যাওয়া আর্সেনাল এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।

মধ্যমাঠ থেকে কাই হাভার্টজের লম্বা করে বাড়ানো বল প্রতিপক্ষের বক্সের সামনে পেয়ে দারুণ দক্ষতায় বাম পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন সাকা। এই অর্ধেই ব্যবধান আরও বাড়ায় গানাররা। ডেকলাইন রাইচের কর্নারে গতির হেডে লক্ষ্যভেদ করেন হাভার্টজ। দ্বিতীয়ার্ধে স্পারদের ব্যবধান কমিয়েছেন রোমেরো ও সন হিউং মিন।

বিজনেস আওয়ার/২৮ এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দারুণ জয়ে সিটির ওপর চাপ বাড়াল আর্সেনাল

পোস্ট হয়েছে : ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক: টানা দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগে শিরোপা জেতার আশা অনেকটা ফিকে হয়ে গেছে লিভারপুলের। ফলে শিরোপা লড়াই রূপ নিয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে। এই লড়াই আরও জমেছে রবিবার নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামের বিপক্ষে আর্সেনাল ৩-২ গোলে জেতায়। তিন রাউন্ড বাকি থাকতে ৮০ পয়েন্ট নিয়ে গানাররা আছে টেবিলের শীর্ষেই।

এতে ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ এবং লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছে মিকেল আরতেতার দল। কিন্তু মনে রাখা ভালো, আর্সেনালের চেয়ে ম্যানসিটি ম্যাচ কম খেলেছে দুটি। তাই লিগের লাগাম যে এখনো পেপ গার্দিওলার দলের হাতে সেকথা বলাই যায়। নিজেদের বাকি পাঁচ ম্যাচ জিতলেই টানা চতুর্থ লিগ জিতবে সিটিজেনরা।

তবে সিটি যদি কোনো ম্যাচে পয়েন্ট হারায় তাহলে কপাল খুলে যাবে আর্সেনালের। টটেনহামের জন্য এই ম্যাচের গুরুত্ব ছিল অনেক। কিন্তু এই হারে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে কঠিন সমীকরণেই পড়ে গেল স্পাররা। নিজেদের মাঠে ১৫ মিনিটে পিছিয়ে পড়ে তারা।

কর্নার থেকে আসা বল হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠান পিয়েরি এমিলে। একটু পরেই অবশ্য গোল পেতে পারত স্বাগতিকরা। কিন্তু ক্রিস্তিয়ান রোমেরোর হেড পোস্ট কাঁপিয়ে ফেরে।এগিয়ে যাওয়া আর্সেনাল এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।

মধ্যমাঠ থেকে কাই হাভার্টজের লম্বা করে বাড়ানো বল প্রতিপক্ষের বক্সের সামনে পেয়ে দারুণ দক্ষতায় বাম পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন সাকা। এই অর্ধেই ব্যবধান আরও বাড়ায় গানাররা। ডেকলাইন রাইচের কর্নারে গতির হেডে লক্ষ্যভেদ করেন হাভার্টজ। দ্বিতীয়ার্ধে স্পারদের ব্যবধান কমিয়েছেন রোমেরো ও সন হিউং মিন।

বিজনেস আওয়ার/২৮ এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: