ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শুভ জন্মদিন তাহসান

  • পোস্ট হয়েছে : ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • 0

বিনোদন ডেস্ক: তাহসান রহমান খান— তাঁকে সংগীতশিল্পী নাকি অভিনেতা বলবেন, নাকি বলবেন গীতিকার, সুরকার, গিটারবাদক, কি-বোর্ডবাদক; মডেল নাকি উপস্থাপক? নাকি শিক্ষক? এ অলরাউন্ডারের নামের আগে বিশেষণ বসাতে আপনাকে একটু ভাবতে হবে। আজ সেই তাহসানের জন্মদিন। ১৯৭৯ সালে এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। ৪১ পেরিয়ে তাহসান পা দিয়েছেন ৪২ বছরে।

তাহসান ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে গড়া ‘ব্ল্যাক’ ব্যান্ডদলে যোগ দেন। তবে পরে এই জনপ্রিয় ব্যান্ডদল থেকে বের হয়ে তাহসান নিজস্ব অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তাহসান গঠন করেন ব্যান্ডদল ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। এর মাঝে তাহসান নাম লিখিয়েছেন ছোট পর্দায়, কাজ করছেন সিনেমায়ও।

এদিকে গতকাল একট পোষ্ট শেয়ার করে তাহসান লিখেছেন- “একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। এজন্য প্রশান্তির হাসি। আর এই পেইজে আজ হঠাৎ দেখছি ৮০ লক্ষ মানুষ, এতো মানুষের ভালোবাসা পাবার যোগ্য আমি কিনা জানি না। কিন্তু আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শুভ জন্মদিন তাহসান

পোস্ট হয়েছে : ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০

বিনোদন ডেস্ক: তাহসান রহমান খান— তাঁকে সংগীতশিল্পী নাকি অভিনেতা বলবেন, নাকি বলবেন গীতিকার, সুরকার, গিটারবাদক, কি-বোর্ডবাদক; মডেল নাকি উপস্থাপক? নাকি শিক্ষক? এ অলরাউন্ডারের নামের আগে বিশেষণ বসাতে আপনাকে একটু ভাবতে হবে। আজ সেই তাহসানের জন্মদিন। ১৯৭৯ সালে এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। ৪১ পেরিয়ে তাহসান পা দিয়েছেন ৪২ বছরে।

তাহসান ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে গড়া ‘ব্ল্যাক’ ব্যান্ডদলে যোগ দেন। তবে পরে এই জনপ্রিয় ব্যান্ডদল থেকে বের হয়ে তাহসান নিজস্ব অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তাহসান গঠন করেন ব্যান্ডদল ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। এর মাঝে তাহসান নাম লিখিয়েছেন ছোট পর্দায়, কাজ করছেন সিনেমায়ও।

এদিকে গতকাল একট পোষ্ট শেয়ার করে তাহসান লিখেছেন- “একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। এজন্য প্রশান্তির হাসি। আর এই পেইজে আজ হঠাৎ দেখছি ৮০ লক্ষ মানুষ, এতো মানুষের ভালোবাসা পাবার যোগ্য আমি কিনা জানি না। কিন্তু আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: