ঢাকা , মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা

  • পোস্ট হয়েছে : ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • 33

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর ঠিকই আবার মাঠে গড়ালো বাংলাদেশ-ভারত নারী টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ নারী ক্রিকেট দল সফরকারী ভারতকে ছুঁড়ে দিয়েছে মাত্র ১২০ রানের লক্ষ্য।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে ব্যাট করতে নামার পর ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বাংলাদেশের নারীরা।

ওপেনার মুর্শিদা খাতুন ছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি ভারতীয় বোলারদের সামনে। ৪৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন মুর্শিদা। এছাড়া ২০ রান করেন স্বর্ণা আক্তারের পরিবর্তে আজ খেলতে নামা রিতু মনি। ১৯ রান করেন সোবহানা মোস্তারি।

আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫১ রান করেছিলেন তিনি। কিন্তু আজ ১১ বল খেলে মাত্র ৬ রান করে আউট হয়ে যান। ১০ রান করেন দিলারা দোলা। শেষ বলে অলআউট হয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১১৯ রান।

ভারতীয় বোলারদের মধ্যে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন রাধা যাদব। ২টি করে উইকেট নেন দিপ্তি শর্মা এবং স্রেয়াঙ্কা পাতিল। ১ উইকেট নেন পুজা ভাস্ত্রকার।

বিজনেস আওয়ার/৩০ এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা

পোস্ট হয়েছে : ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর ঠিকই আবার মাঠে গড়ালো বাংলাদেশ-ভারত নারী টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ নারী ক্রিকেট দল সফরকারী ভারতকে ছুঁড়ে দিয়েছে মাত্র ১২০ রানের লক্ষ্য।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে ব্যাট করতে নামার পর ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বাংলাদেশের নারীরা।

ওপেনার মুর্শিদা খাতুন ছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি ভারতীয় বোলারদের সামনে। ৪৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন মুর্শিদা। এছাড়া ২০ রান করেন স্বর্ণা আক্তারের পরিবর্তে আজ খেলতে নামা রিতু মনি। ১৯ রান করেন সোবহানা মোস্তারি।

আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫১ রান করেছিলেন তিনি। কিন্তু আজ ১১ বল খেলে মাত্র ৬ রান করে আউট হয়ে যান। ১০ রান করেন দিলারা দোলা। শেষ বলে অলআউট হয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১১৯ রান।

ভারতীয় বোলারদের মধ্যে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন রাধা যাদব। ২টি করে উইকেট নেন দিপ্তি শর্মা এবং স্রেয়াঙ্কা পাতিল। ১ উইকেট নেন পুজা ভাস্ত্রকার।

বিজনেস আওয়ার/৩০ এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: