ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কানাডার প্রথম বিশ্বকাপে অধিনায়ক সাদ বিন জাফর

  • পোস্ট হয়েছে : ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • 36

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অংশ নিতে যাচ্ছে কানাডা। এরইমধ্যে অন্যান্য দেশের মতো আসন্ন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে উত্তর আমেরিকার দেশটি।

ক্রিকেট ইতিহাসে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার বিন জাফরকে অধিনায়ক ঘোষণা করেছে কানাডা। দলটি বিশ্বকাপে নবীন হলেও স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটার ত্রিশোর্ধ্ব বয়সের। ১৫ সদস্যের স্কোয়াডে মাত্র ৪ জন ক্রিকেটার আছেন, যাদের বয়স ৩০ এর কম।

আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপে গ্রুপ-এ তে খেলবে কানাডা। এই গ্রুপের অন্য দলগুলো হলো- ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রবিন্দরপাল সিং, রায়ানখান পাঠান, রয়নভান মোহন

রিজার্ভ: তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, আম্মার খালিদ, যতিন্দর মাথারু, পারভীন কুমার।

বিজনেস আওয়ার/০২ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কানাডার প্রথম বিশ্বকাপে অধিনায়ক সাদ বিন জাফর

পোস্ট হয়েছে : ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অংশ নিতে যাচ্ছে কানাডা। এরইমধ্যে অন্যান্য দেশের মতো আসন্ন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে উত্তর আমেরিকার দেশটি।

ক্রিকেট ইতিহাসে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার বিন জাফরকে অধিনায়ক ঘোষণা করেছে কানাডা। দলটি বিশ্বকাপে নবীন হলেও স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটার ত্রিশোর্ধ্ব বয়সের। ১৫ সদস্যের স্কোয়াডে মাত্র ৪ জন ক্রিকেটার আছেন, যাদের বয়স ৩০ এর কম।

আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপে গ্রুপ-এ তে খেলবে কানাডা। এই গ্রুপের অন্য দলগুলো হলো- ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রবিন্দরপাল সিং, রায়ানখান পাঠান, রয়নভান মোহন

রিজার্ভ: তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, আম্মার খালিদ, যতিন্দর মাথারু, পারভীন কুমার।

বিজনেস আওয়ার/০২ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: