ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শিল্পকে নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিজিএমইএ

  • পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • 41

বিজনেস আওয়ার প্রতিবেদক: পোশাক শিল্পখাত থেকে ২০৩০ সালের মধ্যে একশ বিলিয়ন রপ্তানি আয় অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি)। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ উন্নততর জীবন পাবে, স্বাধীনতার সুফল সবাই ভোগ করবে, এই প্রত্যয় নিয়ে বিজিএমইএ-এর বর্তমান বোর্ড কাজ করছে।

শনিবার (৪ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান এসব কথা বলেন।

তিনি বলেন, যে সোনার বাংলার স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন, যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন সবার জন্য, তার সেই স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। তারই সুযোগ্য উত্তরসূরী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এই রূপকল্প বাস্তবায়নে দেশের পোশাক শিল্প সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করছে। পোশাক শিল্পখাত ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন রপ্তানি আয় অর্জনে দৃঢ়ভাবে প্রত্যয়ী।

বিজিএমইএ সভাপতি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ তথা প্রধানমন্ত্রীর ঘোষিত রূপকল্প- ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএ-এর সাবেক পরিচালক খসরু চৌধুরী এমপি, বিজিএমইএ-এর বর্তমান বোর্ডের প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক মো. ইমরানুর রহমান, পরিচালক শোভন ইসলাম, পরিচালক মো. আশিকুর রহমান (তুহিন), পরিচালক আনোয়ার হোসেন (মানিক), পরিচালক মেজবাহ উদ্দিন খান, পরিচালক শামস মাহমুদ, পরিচালক রাজীব চৌধুরী, পরিচালক মো. জাকির হোসেন, পরিচালক নুসরাত বারী আশা, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, পরিচালক মো. রেজাউল আলম (মিরু) এবং পরিচালক মো. আবছার হোসেন।

বিজনেস আওয়ার/০৫ মে/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পোশাক শিল্পকে নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিজিএমইএ

পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: পোশাক শিল্পখাত থেকে ২০৩০ সালের মধ্যে একশ বিলিয়ন রপ্তানি আয় অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি)। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ উন্নততর জীবন পাবে, স্বাধীনতার সুফল সবাই ভোগ করবে, এই প্রত্যয় নিয়ে বিজিএমইএ-এর বর্তমান বোর্ড কাজ করছে।

শনিবার (৪ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান এসব কথা বলেন।

তিনি বলেন, যে সোনার বাংলার স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন, যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন সবার জন্য, তার সেই স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। তারই সুযোগ্য উত্তরসূরী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এই রূপকল্প বাস্তবায়নে দেশের পোশাক শিল্প সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করছে। পোশাক শিল্পখাত ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন রপ্তানি আয় অর্জনে দৃঢ়ভাবে প্রত্যয়ী।

বিজিএমইএ সভাপতি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ তথা প্রধানমন্ত্রীর ঘোষিত রূপকল্প- ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএ-এর সাবেক পরিচালক খসরু চৌধুরী এমপি, বিজিএমইএ-এর বর্তমান বোর্ডের প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক মো. ইমরানুর রহমান, পরিচালক শোভন ইসলাম, পরিচালক মো. আশিকুর রহমান (তুহিন), পরিচালক আনোয়ার হোসেন (মানিক), পরিচালক মেজবাহ উদ্দিন খান, পরিচালক শামস মাহমুদ, পরিচালক রাজীব চৌধুরী, পরিচালক মো. জাকির হোসেন, পরিচালক নুসরাত বারী আশা, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, পরিচালক মো. রেজাউল আলম (মিরু) এবং পরিচালক মো. আবছার হোসেন।

বিজনেস আওয়ার/০৫ মে/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: