ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নিজেদের জায়গা পেল অভিনয় শিল্পী সংঘ

  • পোস্ট হয়েছে : ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • 52

বিনোদন ডেস্ক: খবরটি আগেই জানা গিয়েছিল। অপেক্ষা ছিল বুঝে পাওয়ার। সেটাই হলো এবার। দেশের ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ পেল নিজেদের জায়গা।

সরকারের কাছ থেকে সাড়ে তিন কাঠা জমি বুঝে পেয়েছে তারা। সেই জমিতে গড়ে তোলা হবে তাদের স্বপ্নের ভবন ‘অ্যাক্টরস হোম’। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
আহসান হাবিব নাসিম তার ফেসবুকে লিখেছেন, ‘শুক্রবার, ৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকার কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে।

আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এরপর এ নেতা লেখেন, ‘আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মো. সাবিরুল ইসলাম এবং ঢাকা জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান, এসি ল্যান্ড তেজগাঁও জনাব শরিফ মো. হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি।’

নাসিম আরো বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। কেননা দীর্ঘদিন বিষয়টি নিয়ে চেষ্টা চলছিল।

অবশেষে জায়গা বুঝে পাওয়াটা অভিনয়শিল্পী সংঘের একটি সফলতা বলে মনে করছি। শিল্পীদের প্রশিক্ষণ, মিটিং, একসঙ্গে সময় কাটানোসহ বিভিন্ন কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে এটি। ওই জায়গা থেকে আজ আমাদের আনন্দের দিন।’এদিকে জমি গ্রহণের খবর দেওয়ার সঙ্গে দুটি স্থিরচিত্র প্রকাশ করেছেন নাসিম। সেখানে তার সঙ্গে দেখা গেছে সংঠনটির সাধারণ সম্পাদক রওনক হাসানকে।

আরো ছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদসহ বেশ কয়েকজন। বোঝা যাচ্ছে জমি গ্রহণ করার মুহূর্ত ছিল এটি। রাজধানীর আফতাব নগরে দেওয়া হয়েছে জায়গাটি।
সংঠনটির সাধারণ সম্পাদক রওনক হাসান একটি বিবৃতিতে বলেন, ‘জায়গাটি হোল্ডিং নং : ৩২, রোড : ২, ব্লক : সি, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর। গতকাল শুক্রবার, ৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকার কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

জায়গা বুঝে পাওয়ার পর সেখানে চলছে দেয়াল দিয়ে ঘেরাও এর কাজ। সেটি শেষ হলে ভবন নির্মাণের পরিকল্পনা করেছেন তারা।

বিজনেস আওয়ার/০৫ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিজেদের জায়গা পেল অভিনয় শিল্পী সংঘ

পোস্ট হয়েছে : ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

বিনোদন ডেস্ক: খবরটি আগেই জানা গিয়েছিল। অপেক্ষা ছিল বুঝে পাওয়ার। সেটাই হলো এবার। দেশের ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ পেল নিজেদের জায়গা।

সরকারের কাছ থেকে সাড়ে তিন কাঠা জমি বুঝে পেয়েছে তারা। সেই জমিতে গড়ে তোলা হবে তাদের স্বপ্নের ভবন ‘অ্যাক্টরস হোম’। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
আহসান হাবিব নাসিম তার ফেসবুকে লিখেছেন, ‘শুক্রবার, ৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকার কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে।

আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এরপর এ নেতা লেখেন, ‘আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মো. সাবিরুল ইসলাম এবং ঢাকা জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান, এসি ল্যান্ড তেজগাঁও জনাব শরিফ মো. হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি।’

নাসিম আরো বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। কেননা দীর্ঘদিন বিষয়টি নিয়ে চেষ্টা চলছিল।

অবশেষে জায়গা বুঝে পাওয়াটা অভিনয়শিল্পী সংঘের একটি সফলতা বলে মনে করছি। শিল্পীদের প্রশিক্ষণ, মিটিং, একসঙ্গে সময় কাটানোসহ বিভিন্ন কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে এটি। ওই জায়গা থেকে আজ আমাদের আনন্দের দিন।’এদিকে জমি গ্রহণের খবর দেওয়ার সঙ্গে দুটি স্থিরচিত্র প্রকাশ করেছেন নাসিম। সেখানে তার সঙ্গে দেখা গেছে সংঠনটির সাধারণ সম্পাদক রওনক হাসানকে।

আরো ছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদসহ বেশ কয়েকজন। বোঝা যাচ্ছে জমি গ্রহণ করার মুহূর্ত ছিল এটি। রাজধানীর আফতাব নগরে দেওয়া হয়েছে জায়গাটি।
সংঠনটির সাধারণ সম্পাদক রওনক হাসান একটি বিবৃতিতে বলেন, ‘জায়গাটি হোল্ডিং নং : ৩২, রোড : ২, ব্লক : সি, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর। গতকাল শুক্রবার, ৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকার কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

জায়গা বুঝে পাওয়ার পর সেখানে চলছে দেয়াল দিয়ে ঘেরাও এর কাজ। সেটি শেষ হলে ভবন নির্মাণের পরিকল্পনা করেছেন তারা।

বিজনেস আওয়ার/০৫ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: