ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আট নন্দিত শিল্পীর আট গান নিয়ে এক অ্যালবাম

  • পোস্ট হয়েছে : ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • 21

বিনোদন ডেস্কঃ আটজন গুণী শিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে একটি অ্যালবাম। নাম দেয়া হয়েছে ‘ঐশ্বর্য’। সেখানে থাকবে আটটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, আগুন, শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার।

বাংলা গানের নন্দিত ৮ জন শিল্পী নিয়ে গান বেঁধেছেন গীতিকবি আসিফ ইকবাল। এটি প্রকাশ করতে যাচ্ছে গানচিল মিউজিক। গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন শাহবাজ খান পিলু, মীর মাসুম ও কিশোর দাস।

গীতিকবি জানান, গানগুলোর শিরোনাম এমন- ‘আজ কী ভেবে’, ‘আমার এ গান’, ‘আর কোনও অনুতাপ নেই’, ‘এ জীবনের পথে পথে’, ‘অন্ধ আবেগ’, ‘অন্দর-বাহির’, ‘পিছু না ফিরে’ ও ‘ভোরের সূর্যালোক’।

গানগুলো সম্পর্কে আসিফ ইকবাল বলেন, ‘বাংলা গানের ইতিহাস যখন লেখা হবে, তখন এই মানুষগুলোকে আমাদের গানের ঐশ্বর্য হিসেবে ধরা হবে। সেই ভাবনা থেকেই তাদের নিয়ে এই অ্যালবাম করা এবং নামকরণের সার্থকতা খুঁজে পাওয়া। লিরিক্যাল ভিডিও প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে গানের কথা-সুর-গায়কীকে অধিক গুরুত্ব দেয়া। মাসব্যাপী গানচিল মিউজিক থেকে গানগুলো প্রকাশ পেতে থাকবে।

আশা করি, শ্রোতাদের বেশ ভালো লাগবে।’

জানা যায়, ৯ মে থেকে ধারাবাহিকভাবে প্রকাশ পাবে গানগুলো। গানচিল মিউজিক-এর ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিওর পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশী এবং আন্তর্জাতিক সকল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

বিজনেস আওয়ার/০৮ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আট নন্দিত শিল্পীর আট গান নিয়ে এক অ্যালবাম

পোস্ট হয়েছে : ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

বিনোদন ডেস্কঃ আটজন গুণী শিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে একটি অ্যালবাম। নাম দেয়া হয়েছে ‘ঐশ্বর্য’। সেখানে থাকবে আটটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, আগুন, শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার।

বাংলা গানের নন্দিত ৮ জন শিল্পী নিয়ে গান বেঁধেছেন গীতিকবি আসিফ ইকবাল। এটি প্রকাশ করতে যাচ্ছে গানচিল মিউজিক। গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন শাহবাজ খান পিলু, মীর মাসুম ও কিশোর দাস।

গীতিকবি জানান, গানগুলোর শিরোনাম এমন- ‘আজ কী ভেবে’, ‘আমার এ গান’, ‘আর কোনও অনুতাপ নেই’, ‘এ জীবনের পথে পথে’, ‘অন্ধ আবেগ’, ‘অন্দর-বাহির’, ‘পিছু না ফিরে’ ও ‘ভোরের সূর্যালোক’।

গানগুলো সম্পর্কে আসিফ ইকবাল বলেন, ‘বাংলা গানের ইতিহাস যখন লেখা হবে, তখন এই মানুষগুলোকে আমাদের গানের ঐশ্বর্য হিসেবে ধরা হবে। সেই ভাবনা থেকেই তাদের নিয়ে এই অ্যালবাম করা এবং নামকরণের সার্থকতা খুঁজে পাওয়া। লিরিক্যাল ভিডিও প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে গানের কথা-সুর-গায়কীকে অধিক গুরুত্ব দেয়া। মাসব্যাপী গানচিল মিউজিক থেকে গানগুলো প্রকাশ পেতে থাকবে।

আশা করি, শ্রোতাদের বেশ ভালো লাগবে।’

জানা যায়, ৯ মে থেকে ধারাবাহিকভাবে প্রকাশ পাবে গানগুলো। গানচিল মিউজিক-এর ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিওর পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশী এবং আন্তর্জাতিক সকল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

বিজনেস আওয়ার/০৮ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: