ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে বিদায় নিশ্চিত হয়ে গেলো মুম্বাইয়ের

  • পোস্ট হয়েছে : ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • 26

স্পোর্টস ডেস্কঃ বুধবার রাতে যখন লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছিলো, তখন মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের একটাই প্রার্থনা ছিল, এই ম্যাচে যেন লখনৌ জয় পায়, হায়দরাবাদ হেরে যায়; কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের প্রার্থনা কাজে লাগেনি। উল্টো ব্যাটিং তাণ্ডব বইয়ে দিয়েছেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিশেক শর্মা।

লখনৌয়ের ছুঁড়ে দেয়া ১৬৬ রানের লক্ষ্য মাত্র ৯.৪ ওভারে (৫৮ বল) পাড়ি দেয় হায়দরাবাদ। ৬২ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে হায়দরাবাদ। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৪।

অন্যদিকে হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে এবারের আইপিএল থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। লখনৌ জিততে পারলে মুম্বাইয়ের সম্ভাবনা খানিকটা হলেও টিকে থাকতো। শেষ দুই ম্যাচ জিততে পারলে মুম্বাইয়ের পয়েন্ট হতো ১২। রান রেটের হিসেবে হয়তো সম্ভাবনা টিকে থাকলেও থাকতে পারতো।

কিন্তু হায়দরাবাদ জিতে যাওয়ার কারণে মুম্বাইয়ের সেই সম্ভাবনাও শেষ। কারণ, বাকি থাকা শেষ দুই ম্যাচ জিতে মোট ১২ পয়েন্ট অর্জন করলেও মুম্বাই সেরা চারে থাকতে পারবে না। রান রেটে অনেক পিছিয়ে তারা। ১২ ম্যাচ শেষে বর্তমানে তাদের পয়েন্ট ৮। রান রেট -০.২১২। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের ১১ ম্যাচে পয়েন্ট ১২ এবং তাদের রান রেট ০.৭০০।

মুম্বাইয়ের ১২ পয়েন্ট হলেও তারা চেন্নাইকে পেছনে ফেলতে পারবে না। যার ফলে সবার আগে আইপিএল থেকে মুম্বাইয়ের বিদায় নিশ্চিত হয়ে গেলো। অথচ, এবাররে আইপিএলে সর্বাধিক উইকেট শিকারী জসপ্রিত বুমরাহ মুম্বাইয়ের বোলার। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন তিনি।

আজ আইপিএলে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই দলের মধ্যে যে কোনো একটির মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য বরণ করতে যাচ্ছে আজ। দু‘দলের মধ্যে যে হেরে যাবে, তারই বিদায় নিশ্চিত হয়ে যাবে। ১১ ম্যাচে সমান ৮ পয়েন্ট করে অর্জন করেছে দুই দল।

বিজনেস আওয়ার/০৯ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে বিদায় নিশ্চিত হয়ে গেলো মুম্বাইয়ের

পোস্ট হয়েছে : ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

স্পোর্টস ডেস্কঃ বুধবার রাতে যখন লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছিলো, তখন মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের একটাই প্রার্থনা ছিল, এই ম্যাচে যেন লখনৌ জয় পায়, হায়দরাবাদ হেরে যায়; কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের প্রার্থনা কাজে লাগেনি। উল্টো ব্যাটিং তাণ্ডব বইয়ে দিয়েছেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিশেক শর্মা।

লখনৌয়ের ছুঁড়ে দেয়া ১৬৬ রানের লক্ষ্য মাত্র ৯.৪ ওভারে (৫৮ বল) পাড়ি দেয় হায়দরাবাদ। ৬২ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে হায়দরাবাদ। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৪।

অন্যদিকে হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে এবারের আইপিএল থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। লখনৌ জিততে পারলে মুম্বাইয়ের সম্ভাবনা খানিকটা হলেও টিকে থাকতো। শেষ দুই ম্যাচ জিততে পারলে মুম্বাইয়ের পয়েন্ট হতো ১২। রান রেটের হিসেবে হয়তো সম্ভাবনা টিকে থাকলেও থাকতে পারতো।

কিন্তু হায়দরাবাদ জিতে যাওয়ার কারণে মুম্বাইয়ের সেই সম্ভাবনাও শেষ। কারণ, বাকি থাকা শেষ দুই ম্যাচ জিতে মোট ১২ পয়েন্ট অর্জন করলেও মুম্বাই সেরা চারে থাকতে পারবে না। রান রেটে অনেক পিছিয়ে তারা। ১২ ম্যাচ শেষে বর্তমানে তাদের পয়েন্ট ৮। রান রেট -০.২১২। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের ১১ ম্যাচে পয়েন্ট ১২ এবং তাদের রান রেট ০.৭০০।

মুম্বাইয়ের ১২ পয়েন্ট হলেও তারা চেন্নাইকে পেছনে ফেলতে পারবে না। যার ফলে সবার আগে আইপিএল থেকে মুম্বাইয়ের বিদায় নিশ্চিত হয়ে গেলো। অথচ, এবাররে আইপিএলে সর্বাধিক উইকেট শিকারী জসপ্রিত বুমরাহ মুম্বাইয়ের বোলার। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন তিনি।

আজ আইপিএলে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই দলের মধ্যে যে কোনো একটির মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য বরণ করতে যাচ্ছে আজ। দু‘দলের মধ্যে যে হেরে যাবে, তারই বিদায় নিশ্চিত হয়ে যাবে। ১১ ম্যাচে সমান ৮ পয়েন্ট করে অর্জন করেছে দুই দল।

বিজনেস আওয়ার/০৯ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: