ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

  • পোস্ট হয়েছে : ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • 31

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে খেলা। অথচ বাংলাদেশ লড়াইটাও করতে পারছে না ভারতের সঙ্গে। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম চার ম্যাচেই বাজেভাবে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আজ (বৃহস্পতিবার) সিলেটে বিকেল চারটায় সিরিজের শেষ ম্যাচ। স্বাগতিকরা কি পারবে হোয়াইটওয়াশ এড়াতে?

আগের চার ম্যাচের ফল দেখলে আশাবাদী হওয়া কঠিন। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ রানের বড় হারে শুরু। এরপর প্রতি ম্যাচেই নাকাল হয়েছে বাংলাদেশের মেয়েরা।

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে, তৃতীয় ম্যাচে হারে ৭ উইকেটে। এরপর বৃষ্টিবিঘ্নিত চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৪ রানের বড় হার দেখে বাংলাদেশ নারী দল।

চতুর্থ টি-টোয়েন্টি বাদ দিলে বাংলাদেশের মেয়েরা অবশ্য প্রতি ম্যাচেই একশর ওপর রান করেছে। এর মধ্যে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে ভারতের লেগেছে ১৮.৩ ওভার।

অর্থাৎ বাংলাদেশ ব্যাটিংটা একটু ভালো করতে পারলে ভারতের মতো দলকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব। তিন ডিপার্টমেন্টে জ্বলে উঠতে পারলেই হয়তো হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে পারবে টাইগ্রেসরা।

বিজনেস আওয়ার/০৯ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

পোস্ট হয়েছে : ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে খেলা। অথচ বাংলাদেশ লড়াইটাও করতে পারছে না ভারতের সঙ্গে। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম চার ম্যাচেই বাজেভাবে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আজ (বৃহস্পতিবার) সিলেটে বিকেল চারটায় সিরিজের শেষ ম্যাচ। স্বাগতিকরা কি পারবে হোয়াইটওয়াশ এড়াতে?

আগের চার ম্যাচের ফল দেখলে আশাবাদী হওয়া কঠিন। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ রানের বড় হারে শুরু। এরপর প্রতি ম্যাচেই নাকাল হয়েছে বাংলাদেশের মেয়েরা।

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে, তৃতীয় ম্যাচে হারে ৭ উইকেটে। এরপর বৃষ্টিবিঘ্নিত চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৪ রানের বড় হার দেখে বাংলাদেশ নারী দল।

চতুর্থ টি-টোয়েন্টি বাদ দিলে বাংলাদেশের মেয়েরা অবশ্য প্রতি ম্যাচেই একশর ওপর রান করেছে। এর মধ্যে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে ভারতের লেগেছে ১৮.৩ ওভার।

অর্থাৎ বাংলাদেশ ব্যাটিংটা একটু ভালো করতে পারলে ভারতের মতো দলকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব। তিন ডিপার্টমেন্টে জ্বলে উঠতে পারলেই হয়তো হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে পারবে টাইগ্রেসরা।

বিজনেস আওয়ার/০৯ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: