ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইরানি পরিচালককে ৮ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের আদেশ

  • পোস্ট হয়েছে : ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • 26

বিনোদন ডেস্কঃ ইরানের জনপ্রিয় পরিচালক মোহাম্মদ রাসুলফকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী বাবাক পাকনিয়া। এক্সে (টুইটার) একটি বিবৃতিতে বাবাক বিস্তারিত জানিয়েছেন যে, ইরানের ইসলামী বিপ্লব আদালত রাসুলফকে আট বছরের কারাদণ্ড, বেত্রাঘাত, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে।

সাজার কারণ জানিয়ে আইনজীবী বাবাক পাকনিয়া জানান, রাসুলফের এ সাজার কয়েকটি মূল কারণ রয়েছে।

এর মধ্যে হলো প্রকাশ্য বিবৃতি, চলচ্চিত্র এবং তথ্যচিত্র নির্মাণ, যা আদালতের মতে, ‘দেশের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে’। পাকনিয়া নিশ্চিত করেছে যে এই রায়টি একটি আপিল আদালতে বহাল রাখা হয়েছে এবং এখন এটি কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে।

রাসুলফের সর্বশেষ সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ কান চলচ্চিত্র উৎসব থেকে প্রত্যাহারের জন্য উল্লেখযোগ্য চাপ দেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া নিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এর ফলে সিনেমা প্রযোজকদের হয়রানি এবং অভিনেতাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা, তাদের দেশ ত্যাগ নিষিদ্ধ করার মতো নানা সমস্যার মুখে পড়তে হয়েছে।

মানবাধিকার আইনজীবী পাকনিয়া এর আগে এক্সে একটি পোস্টে বলেছিলেন যে, কর্তৃপক্ষ এই সিনেমার এর সাথে জড়িত বিভিন্ন অভিনেতা এবং প্রযোজকদের তলব ও জিজ্ঞাসাবাদ করেছে। তিনি আরও জানান, ইরানী কর্তৃপক্ষ রাসুলফকে কান থেকে সিনেমা প্রত্যাহার করতে রাজি করানোর জন্য তার উপর চাপ প্রয়োগ করছে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে একটি ভবন ধসের কারণে শুরু হওয়া বিক্ষোভের সময় ইরানি নিরাপত্তা বাহিনীকে অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানোর পরে ২০২২ সালের জুলাইয়ে ইরানি কর্তৃপক্ষ রাসুলফকে আটক করেছিল। স্বাস্থ্যগত উদ্বেগের কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে ইরানি কর্তৃপক্ষ ২০২০ সালে রাসুলফকে বার্লিনালে যোগ দিতে নিষেধ করে। ওই অনুষ্ঠানে তার মেয়ে বারান রাসুলফ, যিনি ‘দ্যায়ার ইজ নো এভিল’-এ অভিনয়ের জন্য গোল্ডেন বিয়ার পুরস্কার পান। এর আগের বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবের ‘আন সারটেইন রিগার্ড’ জুরির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় রাসুলফকে ইরান ত্যাগ করতে নিষেধ করা হয়।

বিজনেস আওয়ার/০৯ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইরানি পরিচালককে ৮ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের আদেশ

পোস্ট হয়েছে : ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

বিনোদন ডেস্কঃ ইরানের জনপ্রিয় পরিচালক মোহাম্মদ রাসুলফকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী বাবাক পাকনিয়া। এক্সে (টুইটার) একটি বিবৃতিতে বাবাক বিস্তারিত জানিয়েছেন যে, ইরানের ইসলামী বিপ্লব আদালত রাসুলফকে আট বছরের কারাদণ্ড, বেত্রাঘাত, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে।

সাজার কারণ জানিয়ে আইনজীবী বাবাক পাকনিয়া জানান, রাসুলফের এ সাজার কয়েকটি মূল কারণ রয়েছে।

এর মধ্যে হলো প্রকাশ্য বিবৃতি, চলচ্চিত্র এবং তথ্যচিত্র নির্মাণ, যা আদালতের মতে, ‘দেশের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে’। পাকনিয়া নিশ্চিত করেছে যে এই রায়টি একটি আপিল আদালতে বহাল রাখা হয়েছে এবং এখন এটি কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে।

রাসুলফের সর্বশেষ সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ কান চলচ্চিত্র উৎসব থেকে প্রত্যাহারের জন্য উল্লেখযোগ্য চাপ দেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া নিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এর ফলে সিনেমা প্রযোজকদের হয়রানি এবং অভিনেতাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা, তাদের দেশ ত্যাগ নিষিদ্ধ করার মতো নানা সমস্যার মুখে পড়তে হয়েছে।

মানবাধিকার আইনজীবী পাকনিয়া এর আগে এক্সে একটি পোস্টে বলেছিলেন যে, কর্তৃপক্ষ এই সিনেমার এর সাথে জড়িত বিভিন্ন অভিনেতা এবং প্রযোজকদের তলব ও জিজ্ঞাসাবাদ করেছে। তিনি আরও জানান, ইরানী কর্তৃপক্ষ রাসুলফকে কান থেকে সিনেমা প্রত্যাহার করতে রাজি করানোর জন্য তার উপর চাপ প্রয়োগ করছে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে একটি ভবন ধসের কারণে শুরু হওয়া বিক্ষোভের সময় ইরানি নিরাপত্তা বাহিনীকে অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানোর পরে ২০২২ সালের জুলাইয়ে ইরানি কর্তৃপক্ষ রাসুলফকে আটক করেছিল। স্বাস্থ্যগত উদ্বেগের কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে ইরানি কর্তৃপক্ষ ২০২০ সালে রাসুলফকে বার্লিনালে যোগ দিতে নিষেধ করে। ওই অনুষ্ঠানে তার মেয়ে বারান রাসুলফ, যিনি ‘দ্যায়ার ইজ নো এভিল’-এ অভিনয়ের জন্য গোল্ডেন বিয়ার পুরস্কার পান। এর আগের বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবের ‘আন সারটেইন রিগার্ড’ জুরির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় রাসুলফকে ইরান ত্যাগ করতে নিষেধ করা হয়।

বিজনেস আওয়ার/০৯ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: