ঢাকা , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ব্যর্থতায় দায়ে এবার ক্লাব ছাড়লেন এসি মিলান কোচ

  • পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • 53

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতাগুলো প্রায় শেষের পথে। অনেকগুলো লিগ শেষ হয়ে গেছে। দুই একটি এখনো বাকি। এরই মধ্যে পুরো মৌসুমের হিসেব-নিকেশ কষছেন ক্লাব কর্তৃপক্ষরা। কতটুকু সফলতা আর কতটুকু ব্যর্থতা, সবই আসছে বিচার-বিশ্লেষণের অধীনে।

কোচদের ব্যর্থতা মনে হলেই করা হচ্ছে বরখাস্ত। যেমন, গতকাল জাভি হার্নান্দেজকে বরখাস্ত করেছে বার্সেলোনা। আবার অনেক কোচ ব্যর্থতায় নিজেই ক্লাব ছেড়ে যাচ্ছেন। যেমন গেল ২২ মে পদত্যাগ করেছিলেন চেলসি কোচ মরিচিও পচেত্তিনো।

এবার সেই তালিকায় যুক্ত হলেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের কোচ স্টেফানো পিওলি। ক্লাবকে সিরিআঁ শিরোপা জেতাতে ব্যর্থ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। ইতালিয়ান ক্লাব ফুটবলের ১৯ বারের চ্যাম্পিয়নরা এবার লিগ শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। আর শিরোপা জিতে নিয়েছে ইন্টার মিলান।

স্টেফানোর পদত্যাগে একটি বিবৃতি প্রকাশ করে এসি মিলান। বিবৃতিতে বলা হয়, ‘স্টেফানো পিওলি এবং তার সমস্ত কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানায় ক্লাব। এই কারণে যে, গত পাঁচ বছর ধরে প্রথম দল হিসেবে ক্লাবকে অবিস্মরণীয় লিগ শিরোপা জেতানো এবং শীর্ষ ইউরোপীয় প্রতিযোগিতায় এসি মিলানের ধারাবাহিক উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য।’

২০১৯ সালে এসি মিলানে যোগ দিয়েছিলেন স্টেফানো। এরপর ১ দশকের খরা কাটিয়ে ২০২২ সালে এসি মিলানকে সিরিআঁ শিরোপা জেতান এই কোচ।

কিন্ত এই মৌসুমটি ভালো যায়নি স্টেফানোর। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়ে হয়েছে এসি মিলানকে। অথচ তারা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৭বারের শিরোপা জয়ী দল। এছাড়া কোপা ইতালিয়া থেকে এসি মিলানকে বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।

বিজনেস আওয়ার/২৫ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্যর্থতায় দায়ে এবার ক্লাব ছাড়লেন এসি মিলান কোচ

পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতাগুলো প্রায় শেষের পথে। অনেকগুলো লিগ শেষ হয়ে গেছে। দুই একটি এখনো বাকি। এরই মধ্যে পুরো মৌসুমের হিসেব-নিকেশ কষছেন ক্লাব কর্তৃপক্ষরা। কতটুকু সফলতা আর কতটুকু ব্যর্থতা, সবই আসছে বিচার-বিশ্লেষণের অধীনে।

কোচদের ব্যর্থতা মনে হলেই করা হচ্ছে বরখাস্ত। যেমন, গতকাল জাভি হার্নান্দেজকে বরখাস্ত করেছে বার্সেলোনা। আবার অনেক কোচ ব্যর্থতায় নিজেই ক্লাব ছেড়ে যাচ্ছেন। যেমন গেল ২২ মে পদত্যাগ করেছিলেন চেলসি কোচ মরিচিও পচেত্তিনো।

এবার সেই তালিকায় যুক্ত হলেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের কোচ স্টেফানো পিওলি। ক্লাবকে সিরিআঁ শিরোপা জেতাতে ব্যর্থ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। ইতালিয়ান ক্লাব ফুটবলের ১৯ বারের চ্যাম্পিয়নরা এবার লিগ শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। আর শিরোপা জিতে নিয়েছে ইন্টার মিলান।

স্টেফানোর পদত্যাগে একটি বিবৃতি প্রকাশ করে এসি মিলান। বিবৃতিতে বলা হয়, ‘স্টেফানো পিওলি এবং তার সমস্ত কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানায় ক্লাব। এই কারণে যে, গত পাঁচ বছর ধরে প্রথম দল হিসেবে ক্লাবকে অবিস্মরণীয় লিগ শিরোপা জেতানো এবং শীর্ষ ইউরোপীয় প্রতিযোগিতায় এসি মিলানের ধারাবাহিক উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য।’

২০১৯ সালে এসি মিলানে যোগ দিয়েছিলেন স্টেফানো। এরপর ১ দশকের খরা কাটিয়ে ২০২২ সালে এসি মিলানকে সিরিআঁ শিরোপা জেতান এই কোচ।

কিন্ত এই মৌসুমটি ভালো যায়নি স্টেফানোর। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়ে হয়েছে এসি মিলানকে। অথচ তারা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৭বারের শিরোপা জয়ী দল। এছাড়া কোপা ইতালিয়া থেকে এসি মিলানকে বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।

বিজনেস আওয়ার/২৫ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: