ঢাকা , রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে নিখোঁজ বাংলাদেশি ২ যুবক

  • পোস্ট হয়েছে : ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • 324

বিজনেস আওয়ার প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নয় দিন ধরে নিখোঁজ সামিম রেজা (৪০) ও মো. রাসেল মিয়া (২২) নামে ২ বাংলাদেশি যুবক। তারা দুজনেই ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার বাসিন্দা। সামিম রেজা মহেশপুর উপজেলা আলামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং রাসেল মিয়া একই উপজেলার শ্রীপুর গ্রামের মোঃ মাসুদ রানার ছেলে। সম্পর্কে তারা মামাতো এবং ফুফাতো ভাই ।

রাসেলের চাচাতো ভাই আহসান হাবিব বলেন, ‘আজ থেকে প্রায় ১০ মাস আগে রাসেল সৌদিতে যাই। সেখানে তার মামতো ভাই সামিম রেজার সাথে সৌদি জেদ্দা, আজিজিয়া শহরে ফ্রি ভিসায় সাপ্লাই কাজ করতো। সামিম রেজা গত ৫ বছর যাবত সৌদিতে আছেন। রাসেল সৌদি যাওয়ার পর থেকে তার মামাতো ভাই সামিমের সাথে থাকতো এবং একই সাথে কাজ করতো। গত ২৩ জুন থেকে তাদের দুজনেরি কোন খোঁজ খবর নেই বলে জানিয়েছেন রাসেলের চাচাতো ভাই আহসান হাবিব।’

তিনি আরো জানান, ‘গত ২৩ জুন থেকে তাদের পরিবারে লোকের সাথে কোন যোগাযোগ নেয় তাদের। এখনো পর্যন্ত তাদের মোবাইল ফোন বন্ধ। তাদের রুমমেটরা জানিয়েছে, ২৩ জুন থেকে তারা আর রুমে আসে নাই, এবং তাদের না আসার বিষয়ে তারা কোন কিছু জানে না। তাদের নিখোঁজের বিষয়ে রুমমেটরা ও পরিচিত কয়েক জন সৌদি পুলিশের কাছে তাদের কাগজ পত্র দেখালে সৌদি পুলিশ বলেন তারা সামিম ও রাসেল কে ধরে নাই এবং এ বিষয়ে তারা কোন খবর পাননি। এমতাবস্থায় আমার ভাইকে ফেরত পেতে সরকারের সাহায্য চাই ’

এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকাই দুজনের পরিবার ও এলাকার মানুষের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে। সারাদিন কান্নাকাটি করছেন তাদের মা, বাবা এবং পরিবারের সবাই এবং দেশের বাহিরে ছেলে দের নিখোঁজ কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা।

বিজনেস আওয়ার/০১ জুলাই/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সৌদিতে নিখোঁজ বাংলাদেশি ২ যুবক

পোস্ট হয়েছে : ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নয় দিন ধরে নিখোঁজ সামিম রেজা (৪০) ও মো. রাসেল মিয়া (২২) নামে ২ বাংলাদেশি যুবক। তারা দুজনেই ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার বাসিন্দা। সামিম রেজা মহেশপুর উপজেলা আলামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং রাসেল মিয়া একই উপজেলার শ্রীপুর গ্রামের মোঃ মাসুদ রানার ছেলে। সম্পর্কে তারা মামাতো এবং ফুফাতো ভাই ।

রাসেলের চাচাতো ভাই আহসান হাবিব বলেন, ‘আজ থেকে প্রায় ১০ মাস আগে রাসেল সৌদিতে যাই। সেখানে তার মামতো ভাই সামিম রেজার সাথে সৌদি জেদ্দা, আজিজিয়া শহরে ফ্রি ভিসায় সাপ্লাই কাজ করতো। সামিম রেজা গত ৫ বছর যাবত সৌদিতে আছেন। রাসেল সৌদি যাওয়ার পর থেকে তার মামাতো ভাই সামিমের সাথে থাকতো এবং একই সাথে কাজ করতো। গত ২৩ জুন থেকে তাদের দুজনেরি কোন খোঁজ খবর নেই বলে জানিয়েছেন রাসেলের চাচাতো ভাই আহসান হাবিব।’

তিনি আরো জানান, ‘গত ২৩ জুন থেকে তাদের পরিবারে লোকের সাথে কোন যোগাযোগ নেয় তাদের। এখনো পর্যন্ত তাদের মোবাইল ফোন বন্ধ। তাদের রুমমেটরা জানিয়েছে, ২৩ জুন থেকে তারা আর রুমে আসে নাই, এবং তাদের না আসার বিষয়ে তারা কোন কিছু জানে না। তাদের নিখোঁজের বিষয়ে রুমমেটরা ও পরিচিত কয়েক জন সৌদি পুলিশের কাছে তাদের কাগজ পত্র দেখালে সৌদি পুলিশ বলেন তারা সামিম ও রাসেল কে ধরে নাই এবং এ বিষয়ে তারা কোন খবর পাননি। এমতাবস্থায় আমার ভাইকে ফেরত পেতে সরকারের সাহায্য চাই ’

এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকাই দুজনের পরিবার ও এলাকার মানুষের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে। সারাদিন কান্নাকাটি করছেন তাদের মা, বাবা এবং পরিবারের সবাই এবং দেশের বাহিরে ছেলে দের নিখোঁজ কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা।

বিজনেস আওয়ার/০১ জুলাই/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: