ঢাকা , সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান সিরিজে মুশতাককে পাবে বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • 110

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশতাক আহমেদ ছিলেন বাংলাদেশ দলের স্পিন কোচ। পাকিস্তানের কিংবদন্তি এই লেগস্পিনারের কাজে বেশ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তাকে নতুন করে চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

কিন্তু মুশতাক তাতে রাজি হননি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু বিসিবি নাছোড়বান্দা। তারা মুশতাককে যে কোনো মূল্যে পেতে চায়। সামনে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ। যেহেতু মুশতাক একজন পাকিস্তানি, তাই অন্ততপক্ষে এই সিরিজটায় তিনি বাংলাদেশ দলকে যেন সময় দেন, সেই চেষ্টাই করছিল বিসিবি।

মুশতাক তাতে রাজি হয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আজ গণমাধ্যমের সঙ্গে আলাপে নিশ্চিত করেন, ‘পাকিস্তান সিরিজে মুশতাককে পাওয়া যাবে।’

তবে পাকিস্তান সিরিজের পর আর মুশতাককে পাবে না বাংলাদেশ। কারণ ইসিবির সঙ্গে চুক্তি হওয়ায় সেখানে নতুনভাবে কাজ শুরু করবেন তিনি। তারপরও পরবর্তীতে যেন এই স্পিন কোচকে জাতীয় দলের সঙ্গে ফের যুক্ত করা যায়, সেই চেষ্টা অব্যাহত রাখছে বিসিবি।

জালাল ইউনুস বলেন, ‘যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে, করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’

বিজনেস আওয়ার/ ৩১ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তান সিরিজে মুশতাককে পাবে বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশতাক আহমেদ ছিলেন বাংলাদেশ দলের স্পিন কোচ। পাকিস্তানের কিংবদন্তি এই লেগস্পিনারের কাজে বেশ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তাকে নতুন করে চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

কিন্তু মুশতাক তাতে রাজি হননি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু বিসিবি নাছোড়বান্দা। তারা মুশতাককে যে কোনো মূল্যে পেতে চায়। সামনে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ। যেহেতু মুশতাক একজন পাকিস্তানি, তাই অন্ততপক্ষে এই সিরিজটায় তিনি বাংলাদেশ দলকে যেন সময় দেন, সেই চেষ্টাই করছিল বিসিবি।

মুশতাক তাতে রাজি হয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আজ গণমাধ্যমের সঙ্গে আলাপে নিশ্চিত করেন, ‘পাকিস্তান সিরিজে মুশতাককে পাওয়া যাবে।’

তবে পাকিস্তান সিরিজের পর আর মুশতাককে পাবে না বাংলাদেশ। কারণ ইসিবির সঙ্গে চুক্তি হওয়ায় সেখানে নতুনভাবে কাজ শুরু করবেন তিনি। তারপরও পরবর্তীতে যেন এই স্পিন কোচকে জাতীয় দলের সঙ্গে ফের যুক্ত করা যায়, সেই চেষ্টা অব্যাহত রাখছে বিসিবি।

জালাল ইউনুস বলেন, ‘যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে, করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’

বিজনেস আওয়ার/ ৩১ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: