ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গণপরিবহনের ভাড়া সমন্বয়ে আজই প্রজ্ঞাপন: কাদের

  • পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
  • 49

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনার দুর্যোগ কালীন সময়ে গণপরিবহনের ভাড়া সমন্বয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রস্তাবিত ভাড়া কমিয়ে মন্ত্রণালয় একট যুক্তিসঙ্গত হার নির্ধারণ করেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার (৩১ মে) জারি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৩১ মে) সকালে জাতীয় সংসদ ভবনস্থ বাস ভবন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে এ কথা জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশের জনগণের জন্য ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধি বাড়তি চাপ তৈরি করবে। সরকারকে যেমনি যাত্রীদের স্বার্থ দেখতে হবে, তেমনই পরিবহন খাতকেও সহযোগিতা করতে হবে। এই মুহূর্তে জনগণের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়েই সরকার প্রস্তাবিত ভাড়ার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে সমন্বয় করতে যাচ্ছে।

ওবায়দুল কাদের জানান ‘করোনা কালীন বাস-মিনিবাস গুলোকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। করোনা সংক্রমণ রোধে অর্ধেক আসন খালি রাখতে হবে। যানবাহনের যাত্রী, গাড়ি চালক, সহকারী, কাউন্টার কর্মীসহ সকলকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা প্রতিপালন এবং মাস্ক পরিধানে অনুরোধ জানান’।

তিনি আরও বলেন, এ সংকটকালে জনস্বার্থে সরকার নির্ধারিত ভাড়ার হার ও স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ সংস্থাসমূহের প্রধানগণ।

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গণপরিবহনের ভাড়া সমন্বয়ে আজই প্রজ্ঞাপন: কাদের

পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনার দুর্যোগ কালীন সময়ে গণপরিবহনের ভাড়া সমন্বয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রস্তাবিত ভাড়া কমিয়ে মন্ত্রণালয় একট যুক্তিসঙ্গত হার নির্ধারণ করেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার (৩১ মে) জারি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৩১ মে) সকালে জাতীয় সংসদ ভবনস্থ বাস ভবন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে এ কথা জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশের জনগণের জন্য ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধি বাড়তি চাপ তৈরি করবে। সরকারকে যেমনি যাত্রীদের স্বার্থ দেখতে হবে, তেমনই পরিবহন খাতকেও সহযোগিতা করতে হবে। এই মুহূর্তে জনগণের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়েই সরকার প্রস্তাবিত ভাড়ার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে সমন্বয় করতে যাচ্ছে।

ওবায়দুল কাদের জানান ‘করোনা কালীন বাস-মিনিবাস গুলোকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। করোনা সংক্রমণ রোধে অর্ধেক আসন খালি রাখতে হবে। যানবাহনের যাত্রী, গাড়ি চালক, সহকারী, কাউন্টার কর্মীসহ সকলকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা প্রতিপালন এবং মাস্ক পরিধানে অনুরোধ জানান’।

তিনি আরও বলেন, এ সংকটকালে জনস্বার্থে সরকার নির্ধারিত ভাড়ার হার ও স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ সংস্থাসমূহের প্রধানগণ।

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: