ঢাকা , সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারও নিহত

  • পোস্ট হয়েছে : ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • 78

বিজনেস আওয়ার ডেস্ক: লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সরকারি বার্তা সংস্থা আইআরআনএ বলেছে, লেবাননে ইসরায়েলের যে হামলায় হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে, সেখানে আইআরজিসির ডেপুটি কমান্ডার ফর অপারেশনস জেনারেল আব্বাস নীলফরৌশানও নিহত হয়েছেন।

এর আগে, ইসরায়েলি বাহিনী দাবি করে, তারা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর দীর্ঘদিনের প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে।

পরে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে নিশ্চিত করে, তাদের শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সন্ধ্যায় লেবাননে হিজবুল্লাহর ১৪০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বহু আবাসিক ভবনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর পরপরই তেল আবিবের বিভিন্ন স্থানে দফায় দফায় পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ।

হিজবুল্লাহ প্রধানকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এর মাধ্যমে ‘উন্মাদ ইহুদিবাদী শাসকদের’ বর্বর চেহারা উন্মোচিত হয়েছে।

এসময় তিনি ইসরায়েলকে ‘অপরাধী’ বলে অভিহিত করেন এবং বিশ্বের সব মুসলমানকে হিজবুল্লাহ ও লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা। তবে তা প্রত্যাখ্যান করে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সূত্র: এএফপি, এনডিটিভি

বিজনেস আওয়ার/ ২৮ সেপ্টেম্বর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারও নিহত

পোস্ট হয়েছে : ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সরকারি বার্তা সংস্থা আইআরআনএ বলেছে, লেবাননে ইসরায়েলের যে হামলায় হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে, সেখানে আইআরজিসির ডেপুটি কমান্ডার ফর অপারেশনস জেনারেল আব্বাস নীলফরৌশানও নিহত হয়েছেন।

এর আগে, ইসরায়েলি বাহিনী দাবি করে, তারা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর দীর্ঘদিনের প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে।

পরে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে নিশ্চিত করে, তাদের শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সন্ধ্যায় লেবাননে হিজবুল্লাহর ১৪০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বহু আবাসিক ভবনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর পরপরই তেল আবিবের বিভিন্ন স্থানে দফায় দফায় পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ।

হিজবুল্লাহ প্রধানকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এর মাধ্যমে ‘উন্মাদ ইহুদিবাদী শাসকদের’ বর্বর চেহারা উন্মোচিত হয়েছে।

এসময় তিনি ইসরায়েলকে ‘অপরাধী’ বলে অভিহিত করেন এবং বিশ্বের সব মুসলমানকে হিজবুল্লাহ ও লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা। তবে তা প্রত্যাখ্যান করে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সূত্র: এএফপি, এনডিটিভি

বিজনেস আওয়ার/ ২৮ সেপ্টেম্বর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: