স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের চাওয়াই তাহলে পূরণ হচ্ছে। বাংলাদেশের মাটিতেই টেস্ট অধ্যায় শেষ করতে যাচ্ছেন তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় তেমনি ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশে ফিরলে নিরাপত্তার শঙ্কায় ভুগবেন না সাকিব এমন নিশ্চয়তা দিয়েছেন আসিফ মাহমুদ।
সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময় গতকাল সংবাদ মাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান।’
বাংলাদেশে ফিরলে সাকিবকে পুরো নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে আসিফ মাহমুদ বলেছেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়।
সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১ অক্টোবর সিরিজটি শুরু হবে। সেই সিরিজে খেলে বিদায় নেওয়ার বিষয়ে সাকিব বলেছিলেন, ‘দেখুন, এখন পর্যন্ত তো আমি খেলতে তৈরি। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সব কিছু অবশ্যই আমার ওপরে না। যদি সুযোগ থাকে, যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ।’
বিজনেস আওয়ার/ ০৪ অক্টোবর / রানা