বিজনেস আওয়ার প্রতিবেদক: ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশী সনাতল ধর্ম অবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার স্থানীয় সময় সকাল ৯ টায় রাজধানীর লিসবনে বারো দা এনকারাকাও হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল এসোসিয়েশনের উদ্যোগে এই পূজার আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিবছর নেয় এবারও মা দুর্গা এসেছে দোলনায় আর যাবেন গজে বলে জানিয়েছেন প্রদান পুরোহিত নন্দন চক্রবর্তী। পুরোহিত আরো বলেন এবার মা দুর্গা এসেছেন সুখ সমৃদ্ধি ও সাফল্যের বার্তা নিয়ে।
সকাল ৯টায় পূজার মাধ্যমে অনুষ্ঠান শুরু হলেও পরে পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বণ্টন করা হয়। বিকেলে আরতির মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। আরতির শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শারদীয় দুর্গোৎসবে উপস্থিত ছিলেন কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তারা জানিয়েছেন আমরা সবাই বাঙালি আমরা সবাই বাংলাদেশী হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। ধর্ম যাই হোক না কেন উৎসব সবার।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক তিনি বলেন প্রবাসী সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশিরা মিলেমিশে একসাথে থাকতে চাই। ধর্মীয় রীতিনীতি পালন করা প্রত্যেক ধর্মের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সকলের দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।’
উৎসবে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ধর্মীয় গান, নাচ এবং আবৃত্তি করা হয়। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সকলের অংশগ্রহণে একটি সুন্দর ও সার্থক উৎসব সম্পন্ন করা হয়। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশি হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল এসোসিয়েশনের
সভাপতি,সুমন ভৌমিক সহ-সভাপতি,স্বদিপ সরকার সাধারণ-সম্পাদক, অর্জুন কুমার সিংহ সাংগঠনিক সম্পাদক,বিশ্বজিৎ রায় কোষাধ্যক্ষ, দেবাশীষ দাশ , প্রচার সম্পাদক,উত্তম কুমার সরকার আরো অনেকে।