ঢাকা , মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজার উন্নয়ন ও সংস্কারে আইসিএসবি’র ৬ প্রস্তাবনা

  • পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • 19

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কারে ৬টি প্রস্তাবনা তুলে ধরেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রতিনিধিরা। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে মত বিনিময়ে তারা প্রস্তাবনাগুলো তুলে ধরেন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাওয়ে অবস্থিত বিএসইসি ভবনে শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কারের বিষয়ে আইসিএসবি এর প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

আইসিএসবি’র তুলে ধরা প্রস্তাবনাগুলো হলো: তালিকাভুক্ত কোম্পানিগুলোতে কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত, কোম্পানিগুলোতে ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর এর নিয়োগ ও সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার, প্রশিক্ষণসহ বিভিন্ন প্রক্রিয়ায় মাধ্যমে কোম্পানিগুলোতে কর্মরত চার্টার্ড সেক্রেটারিজ বা কোম্পানি সেক্রেটারিদের দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন, কোম্পানির অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতে কোম্পানি সেক্রেটারিদের অধিকতর দায়িত্বশীল ও কোম্পানির লভ্যাংশ বিতরণসহ নানা ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধান নিশ্চিতে কোম্পানি ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি।

সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে শেয়ারবাজারে ভালো বিনিয়োগ পরিবেশ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। আইসিএসবি’র প্রতিনিধিরা দেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কারে নিয়ন্ত্রক সংস্থার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় বিএসইস ‘র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, কর্পোরেট গভর্নেন্স কোডের যথাযথ পরিপালন শেয়ারবাজার ও তালিকাভুক্ত কোম্পানিগুলোতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের শেয়ারবাজারের টেকসই ও যথাযথ সংস্কারের জন্য বিএসইসি টাস্কফোর্স গঠন করেছে এবং উক্ত টাস্কফোর্স শেয়ারবাজারে সর্বাঙ্গীণ সংস্কারের বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে।

খন্দকার রাশেদ মাকসুদ তালিকাভুক্ত কোম্পানিগুলোতে কোম্পানি সেক্রেটারিদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কর্পোরেট গভর্নেন্স কোডের যথাযথ পরিপালন নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন।

সভায় বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মোঃ আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসির কর্মকার্তাবৃন্দ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিসহ শীর্ষ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/ ১৫ অক্টোবর / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেয়ারবাজার উন্নয়ন ও সংস্কারে আইসিএসবি’র ৬ প্রস্তাবনা

পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কারে ৬টি প্রস্তাবনা তুলে ধরেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রতিনিধিরা। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে মত বিনিময়ে তারা প্রস্তাবনাগুলো তুলে ধরেন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাওয়ে অবস্থিত বিএসইসি ভবনে শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কারের বিষয়ে আইসিএসবি এর প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

আইসিএসবি’র তুলে ধরা প্রস্তাবনাগুলো হলো: তালিকাভুক্ত কোম্পানিগুলোতে কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত, কোম্পানিগুলোতে ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর এর নিয়োগ ও সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার, প্রশিক্ষণসহ বিভিন্ন প্রক্রিয়ায় মাধ্যমে কোম্পানিগুলোতে কর্মরত চার্টার্ড সেক্রেটারিজ বা কোম্পানি সেক্রেটারিদের দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন, কোম্পানির অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতে কোম্পানি সেক্রেটারিদের অধিকতর দায়িত্বশীল ও কোম্পানির লভ্যাংশ বিতরণসহ নানা ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধান নিশ্চিতে কোম্পানি ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি।

সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে শেয়ারবাজারে ভালো বিনিয়োগ পরিবেশ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। আইসিএসবি’র প্রতিনিধিরা দেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কারে নিয়ন্ত্রক সংস্থার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় বিএসইস ‘র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, কর্পোরেট গভর্নেন্স কোডের যথাযথ পরিপালন শেয়ারবাজার ও তালিকাভুক্ত কোম্পানিগুলোতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের শেয়ারবাজারের টেকসই ও যথাযথ সংস্কারের জন্য বিএসইসি টাস্কফোর্স গঠন করেছে এবং উক্ত টাস্কফোর্স শেয়ারবাজারে সর্বাঙ্গীণ সংস্কারের বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে।

খন্দকার রাশেদ মাকসুদ তালিকাভুক্ত কোম্পানিগুলোতে কোম্পানি সেক্রেটারিদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কর্পোরেট গভর্নেন্স কোডের যথাযথ পরিপালন নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন।

সভায় বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মোঃ আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসির কর্মকার্তাবৃন্দ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিসহ শীর্ষ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/ ১৫ অক্টোবর / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: