ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তিন নায়ক প্রস্তাব ফেরানোর পর ‘বাজিগর’ পান শাহরুখ

  • পোস্ট হয়েছে : ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • 44

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান। দুই হাত উজাড় করে যিনি লুফে নেন কোটি ভক্তের ভালোবাসা। রোমান্টিক ঘরানার রাজা বলা হয় তাকে। পর্দায় শাহরুখ মানেই আলোড়ন ফেলা রোমান্সের অনুভূতি। তবে এই রোমান্টিক হিরোর শুরুটা কিন্তু হয়েছিল খলনায়ক হিসেবেই। ক্যারিয়ারে খলনায়ক হিসেবে নিজের সফলতা পান বলিউড বাদশাহ। ধীরে ধীরে আজ তিনি বলিউডের সম্রাট। আর এই দীর্ঘ জার্নিতে তার প্রথম মাইলফলক ‘বাজিগর।

১৯৯৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আব্বাস-মাস্তান পরিচালিত রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘বাজিগর।’ সিনেমাটিতে অ্যান্টি-হিরো চরিত্র অজয় শর্মা ওরফে বিকি মালহোত্রার হয়ে পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন শাহরুখ। ইতিহাস সৃষ্টি করে ‘বাজিগর’। দর্শক থেকে সমালোচক, মুহূর্তেই লুফে নেন এক নতুন তারকাকে।

কিন্তু আপনি জানেন কি, এই চরিত্রের জন্য শাহরুখ প্রথম পছন্দ ছিলেন না পরিচালক যুগলের! তিন হাত ঘুরে তবেই কাজটি আসে শাহরুখ খানের হাতে। শাহরুখ খান তখন ইন্ডাস্ট্রিতে নতুন। তার কথা কোনো পরিচালকের মনেই হয়নি। বাজিগরের প্রথম প্রস্তাব যায় সেই সময়ের উদীয়মান তারকা সালমান খানের কাছে। তবে সালমান খানের শিডিউল থাকায় প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

বিজনেস আওয়ার/ ২১ অক্টোবর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তিন নায়ক প্রস্তাব ফেরানোর পর ‘বাজিগর’ পান শাহরুখ

পোস্ট হয়েছে : ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান। দুই হাত উজাড় করে যিনি লুফে নেন কোটি ভক্তের ভালোবাসা। রোমান্টিক ঘরানার রাজা বলা হয় তাকে। পর্দায় শাহরুখ মানেই আলোড়ন ফেলা রোমান্সের অনুভূতি। তবে এই রোমান্টিক হিরোর শুরুটা কিন্তু হয়েছিল খলনায়ক হিসেবেই। ক্যারিয়ারে খলনায়ক হিসেবে নিজের সফলতা পান বলিউড বাদশাহ। ধীরে ধীরে আজ তিনি বলিউডের সম্রাট। আর এই দীর্ঘ জার্নিতে তার প্রথম মাইলফলক ‘বাজিগর।

১৯৯৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আব্বাস-মাস্তান পরিচালিত রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘বাজিগর।’ সিনেমাটিতে অ্যান্টি-হিরো চরিত্র অজয় শর্মা ওরফে বিকি মালহোত্রার হয়ে পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন শাহরুখ। ইতিহাস সৃষ্টি করে ‘বাজিগর’। দর্শক থেকে সমালোচক, মুহূর্তেই লুফে নেন এক নতুন তারকাকে।

কিন্তু আপনি জানেন কি, এই চরিত্রের জন্য শাহরুখ প্রথম পছন্দ ছিলেন না পরিচালক যুগলের! তিন হাত ঘুরে তবেই কাজটি আসে শাহরুখ খানের হাতে। শাহরুখ খান তখন ইন্ডাস্ট্রিতে নতুন। তার কথা কোনো পরিচালকের মনেই হয়নি। বাজিগরের প্রথম প্রস্তাব যায় সেই সময়ের উদীয়মান তারকা সালমান খানের কাছে। তবে সালমান খানের শিডিউল থাকায় প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

বিজনেস আওয়ার/ ২১ অক্টোবর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: