ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন বিক্রান্ত ম্যাসি!

  • পোস্ট হয়েছে : ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • 37

বিনোদন ডেস্ক: বলিউড আর কারওয়া চৌথ- এই দুইয়ের মেলবন্ধন বরাবরই চোখে পড়ার মতো। এই জৌলুস কোনোদিনই ফিকে হওয়ার নয়। বরাবরই নিষ্ঠাভরে নিয়মনীতি মেনে মুম্বাইয়ের শোবিজ অঙ্গনের তারকা দম্পতিরা এই উৎসব পালন করে থাকেন। এ বছরও তার ব্যতিক্রম হলো না।

নিজের জীবনসঙ্গীর মঙ্গল কামনায় তারকাদের রাখতে দেখা গেল কারওয়া চৌথ। চাঁদের সঙ্গে মিলিয়ে স্বামীর মুখ দেখে উপাস ভাঙলেন সবাই। স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে নিলেন জীবনের আশির্বাদ। তবে ভিন্ন চিত্র দেখা গেল উদীয়মান তারকা বিক্রান্ত ম্যাসির ক্ষেত্রে।

অভিনেতা সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে কারওয়া চৌথ পালনের কিছু ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, স্ত্রী শীতলের পা ছুঁয়ে প্রণাম করছেন বিক্রান্ত! যা দেখে রীতিমতো অবাক অনুরাগীরাও! অন্য একটি ছবিতে অবশ্য শীতলকেও বিক্রান্তের পা ছুঁতে দেখা গেছে। ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা। বিক্রান্তের পোস্টে অনেকেই মন্তব্য করে নিজেদের বিস্ময় প্রকাশ করছেন।

কেউ কেউ জানতে চেয়েছেন, শীতল কি কোনোভাবে বয়সে বড় অভিনেতার থেকে? আসলে বর্তমানে বিক্রান্তের বয়স ৩৭ বছর। আর শীতলের জন্ম ১৯৯১ সালের নভেম্বরে। তিনি এখন ৩২ বছরের, অর্থাৎ স্বামীর থেকে ৫ বছরের ছোট। এই পায়ে হাত রাখার অর্থ হল, স্বামী-স্ত্রীর একে-অপরের প্রতি সম্মান দেখানো। যা একটি সুখী বিবাহের অন্যতম চাবিকাঠি।

২০১৫ সালে ডেটিং শুরু করেন বিক্রান্ত-শীতল। একতা কাপুরের বিখ্যাত সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ একসঙ্গে কাজ করেছিলেন দুজন। ২০১৯ সালে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের রোকা (এনগেজমেন্ট) হয়। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু করোনা আর লকডাউনের কারণে তা বাতিল হয়। এরপর ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি তারা আইনি বিয়ে সারেন। তারপর সামাজিক বিয়েও করেন ১৭ ফেব্রুয়ারি। চলতি বছরেই মা-বাবা হয়েছেন শীতল আর বিক্রান্ত। ছেলের নাম রেখেছেন ‘বরদান’! অর্থাৎ আশীর্বাদ।

বিজনেস আওয়ার/ ২২ অক্টোবর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন বিক্রান্ত ম্যাসি!

পোস্ট হয়েছে : ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বিনোদন ডেস্ক: বলিউড আর কারওয়া চৌথ- এই দুইয়ের মেলবন্ধন বরাবরই চোখে পড়ার মতো। এই জৌলুস কোনোদিনই ফিকে হওয়ার নয়। বরাবরই নিষ্ঠাভরে নিয়মনীতি মেনে মুম্বাইয়ের শোবিজ অঙ্গনের তারকা দম্পতিরা এই উৎসব পালন করে থাকেন। এ বছরও তার ব্যতিক্রম হলো না।

নিজের জীবনসঙ্গীর মঙ্গল কামনায় তারকাদের রাখতে দেখা গেল কারওয়া চৌথ। চাঁদের সঙ্গে মিলিয়ে স্বামীর মুখ দেখে উপাস ভাঙলেন সবাই। স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে নিলেন জীবনের আশির্বাদ। তবে ভিন্ন চিত্র দেখা গেল উদীয়মান তারকা বিক্রান্ত ম্যাসির ক্ষেত্রে।

অভিনেতা সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে কারওয়া চৌথ পালনের কিছু ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, স্ত্রী শীতলের পা ছুঁয়ে প্রণাম করছেন বিক্রান্ত! যা দেখে রীতিমতো অবাক অনুরাগীরাও! অন্য একটি ছবিতে অবশ্য শীতলকেও বিক্রান্তের পা ছুঁতে দেখা গেছে। ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা। বিক্রান্তের পোস্টে অনেকেই মন্তব্য করে নিজেদের বিস্ময় প্রকাশ করছেন।

কেউ কেউ জানতে চেয়েছেন, শীতল কি কোনোভাবে বয়সে বড় অভিনেতার থেকে? আসলে বর্তমানে বিক্রান্তের বয়স ৩৭ বছর। আর শীতলের জন্ম ১৯৯১ সালের নভেম্বরে। তিনি এখন ৩২ বছরের, অর্থাৎ স্বামীর থেকে ৫ বছরের ছোট। এই পায়ে হাত রাখার অর্থ হল, স্বামী-স্ত্রীর একে-অপরের প্রতি সম্মান দেখানো। যা একটি সুখী বিবাহের অন্যতম চাবিকাঠি।

২০১৫ সালে ডেটিং শুরু করেন বিক্রান্ত-শীতল। একতা কাপুরের বিখ্যাত সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ একসঙ্গে কাজ করেছিলেন দুজন। ২০১৯ সালে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের রোকা (এনগেজমেন্ট) হয়। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু করোনা আর লকডাউনের কারণে তা বাতিল হয়। এরপর ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি তারা আইনি বিয়ে সারেন। তারপর সামাজিক বিয়েও করেন ১৭ ফেব্রুয়ারি। চলতি বছরেই মা-বাবা হয়েছেন শীতল আর বিক্রান্ত। ছেলের নাম রেখেছেন ‘বরদান’! অর্থাৎ আশীর্বাদ।

বিজনেস আওয়ার/ ২২ অক্টোবর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: