1. [email protected] : Anissuzzaman : Anissuzzaman
  2. [email protected] : anjuman : anjuman
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : mujahid : mujahid
  5. [email protected] : Nayan Babu : Nayan Babu
  6. [email protected] : Rajowan : Rajowan
১১ শর্তে চালু হলো গণপরিবহন
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন

১১ শর্তে চালু হলো গণপরিবহন

  • পোস্ট হয়েছে : সোমবার, ১ জুন, ২০২০
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১১ শর্তে প্রায় দুই মাস পর চালু হলো গণপরিবহন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাসের ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করেছে। নতুন এই বাড়তি ভাড়া নিয়েই সোমবার (১ জুন ) সকালে রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহন।

জানা গেছে, দূরপাল্লার পরিবহনগুলোতে একটি সিটে যাত্রী, অপরটি ফাঁকা রেখে যাত্রী তোলা হচ্ছে। ঢাকার বাইরে থেকেও একইভাবে যাত্রী তোলা হচ্ছে। তাছাড়া যাত্রীদের ওঠানোর সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাসে উঠানো হচ্ছে।

এ প্রসঙ্গে শ্যামলী এন আর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রাকেস ঘোষ বলেন, সরকারের দেওয়া সব নির্দেশনা মেনেই আমরা বাস পরিচালনা করছি। আমরা আমাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি সর্বাত্মক মানার চেষ্টা করছি। সে ক্ষেত্রে যাত্রীদেরও সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করবো।

বাড়তি ভাড়ার বিষয়ে তিনি বলেন, যেহেতু সরকার ভাড়া সমন্বয় করে ৬০ ভাগ ভাড়া বর্ধিত করেছে আমরা সে অনুযায়ী ভাড়া নিচ্ছি।

উল্লেখ্য, রোববার (৩১ মে) ভাড়া ৬০ শতাংশ বর্ধিত করে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির মধ্যে কম যাত্রী তুলতে হবে বাসে এবং মালিকদের ক্ষতি পোষাতে আন্তজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার।

বিজনেস আওয়ার/০১ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ