ঢাকা , মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচসেরার পুরস্কার সাবেক দুই কোচকে উৎসর্গ তহুরার

  • পোস্ট হয়েছে : ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • 16

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবলে তহুরা খাতুনকে কেন ‘মেসি’ নামে ডাকা হয় তার প্রমাণ আবারো দিলেন এই ফরোয়ার্ড। ভুটানকে ৭-১ গোলবন্যায় ভাসিয়ে দেওয়ার ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দুটি গোল আবার বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে করেছেন।

তহুরার গোল দুটি নিশ্চিতভাবেই লিওনেল মেসির কথাই মনে করাবে যে কাউকে। যেভাবে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে গোলবারের কোণা বরাবর বাঁকানো শটে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। তহুরা শুধু আজকের ম্যাচেই নয় গ্রুপ পর্বের শেষ ম্যাচেও আলো কেড়েছেন। ভারতকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। সেদিনের ম্যাচসেরার পুরস্কারটি তহুরা উৎসর্গ করেছিলেন শৈশবের বন্ধু এবং যুব পর্যায়ের সতীর্থ অকালপ্রয়াত সাবিনা ইয়াসমিনকে।

আজকে সেরার পুরুস্কারটি উৎসর্গ করেছেন নিজের সাবেক দুই কোচকে। ফরোয়ার্ড বলেছেন, ‘আমার ট্রফিটা সাবেক কোচ ছোটন স্যার (জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী) এবং যে জায়গা থেকে উঠে আসছিলাম, সেই কলসিন্দুরের মফিজ স্যারকে (মফিজ উদ্দিন) উৎসর্গ করছি। আমার দুই প্রিয় কোচকে ট্রফিটা উৎসর্গ করতে পেরে ভালো লাগছে।’ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক নিয়ে তহুরা বলেছেন, ‘এরকম তো আর কেউ ভেবে মাঠে নামে না।

প্রথম থেকে চেষ্টা ছিল যেহেতু ওপরে খেলি সুযোগ পেলে যাতে মিস না হয়। ঠান্ডা মাথায় যেন ফিনিশ করতে পারি। সেই চেষ্টা ছিল।’

বিজনেস আওয়ার/ ২৭ অক্টোবর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ম্যাচসেরার পুরস্কার সাবেক দুই কোচকে উৎসর্গ তহুরার

পোস্ট হয়েছে : ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবলে তহুরা খাতুনকে কেন ‘মেসি’ নামে ডাকা হয় তার প্রমাণ আবারো দিলেন এই ফরোয়ার্ড। ভুটানকে ৭-১ গোলবন্যায় ভাসিয়ে দেওয়ার ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দুটি গোল আবার বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে করেছেন।

তহুরার গোল দুটি নিশ্চিতভাবেই লিওনেল মেসির কথাই মনে করাবে যে কাউকে। যেভাবে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে গোলবারের কোণা বরাবর বাঁকানো শটে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। তহুরা শুধু আজকের ম্যাচেই নয় গ্রুপ পর্বের শেষ ম্যাচেও আলো কেড়েছেন। ভারতকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। সেদিনের ম্যাচসেরার পুরস্কারটি তহুরা উৎসর্গ করেছিলেন শৈশবের বন্ধু এবং যুব পর্যায়ের সতীর্থ অকালপ্রয়াত সাবিনা ইয়াসমিনকে।

আজকে সেরার পুরুস্কারটি উৎসর্গ করেছেন নিজের সাবেক দুই কোচকে। ফরোয়ার্ড বলেছেন, ‘আমার ট্রফিটা সাবেক কোচ ছোটন স্যার (জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী) এবং যে জায়গা থেকে উঠে আসছিলাম, সেই কলসিন্দুরের মফিজ স্যারকে (মফিজ উদ্দিন) উৎসর্গ করছি। আমার দুই প্রিয় কোচকে ট্রফিটা উৎসর্গ করতে পেরে ভালো লাগছে।’ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক নিয়ে তহুরা বলেছেন, ‘এরকম তো আর কেউ ভেবে মাঠে নামে না।

প্রথম থেকে চেষ্টা ছিল যেহেতু ওপরে খেলি সুযোগ পেলে যাতে মিস না হয়। ঠান্ডা মাথায় যেন ফিনিশ করতে পারি। সেই চেষ্টা ছিল।’

বিজনেস আওয়ার/ ২৭ অক্টোবর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: