ঢাকা , মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রান্নাঘরে কি করছেন শাকিবের নায়িকা

  • পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • 37

বিনোদন ডেস্ক: ‘তুফান’ ছবিতে একজন কস্টিউম ডিজাইনার হিসেবে দেখা গিয়েছিল মাসুমা রহমান নাবিলাকে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এক চরিত্রের নায়িকা ছিলেন নাবিলা। বড়পর্দা থেকে এক ঝটকায় ছোটপর্দায় চলে এসেছেন এই অভিনেত্রী। ছোটপর্দায় তাকে দেখা যাবে রান্নাঘরে।

নীরবে শুটিং করে ফেলেছেন নায়িকা, মডেল ও উপস্থাপিকা নাবিলা। তবে সেটা কোনো সিনেমা নয়। দীর্ঘদিন পর আবারও উপস্থাপিকা হয়ে টিভিপর্দায় ফিরেছেন তিনি। আজ (১ নভেম্বর) শুক্রবার থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘রাঁধুনীর রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি।’ এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তিনি।

দেশসেরা রন্ধনশিল্পীদের নির্বাচিত ১০০ রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই টেলিভিশন অনুষ্ঠান। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন রন্ধনশিল্পীরা। প্রতি পর্বে দুজন রন্ধনশিল্পী দুটি রেসিপি রান্না করে দেখাবেন। এ রকম অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে নাবিলা বলেন, সিনেমার কাজে ব্যস্ত থাকায় মাঝে বেশ কিছুদিন উপস্থাপনা থেকে বিরত ছিলাম। আবার এখানে ফিরতে পেরে ভালো লাগছে। বিশেষ করে এই অনুষ্ঠানটির ভাবনা এবং আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। দক্ষ রন্ধনশিল্পীদের হাতে চমৎকার সব রান্নার দেখার অভিজ্ঞতা বেশ আনন্দের ছিল। পুরো কাজটি আমি খুব উপভোগ করেছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

‘আয়নাবাজি’ সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নাবিলার। অভিনয় করে আলোচনায় আসেন নাবিলা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। ‘আয়নাবাজি’ মুক্তির পর দীর্ঘদিন তাকে আর বড়পর্দায় দেখা যায়নি। স্বামী-সন্তান নিয়ে সংসার করছিলেন এই অভিনেত্রী। গত ঈদুল আজহায় শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে জুলি চরিত্রে দেখা যায় তাকে। এরপর আবারও নতুন করে আলোচনায় আসেন তিনি।

বিজনেস আওয়ার/ ০১ নভেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রান্নাঘরে কি করছেন শাকিবের নায়িকা

পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: ‘তুফান’ ছবিতে একজন কস্টিউম ডিজাইনার হিসেবে দেখা গিয়েছিল মাসুমা রহমান নাবিলাকে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এক চরিত্রের নায়িকা ছিলেন নাবিলা। বড়পর্দা থেকে এক ঝটকায় ছোটপর্দায় চলে এসেছেন এই অভিনেত্রী। ছোটপর্দায় তাকে দেখা যাবে রান্নাঘরে।

নীরবে শুটিং করে ফেলেছেন নায়িকা, মডেল ও উপস্থাপিকা নাবিলা। তবে সেটা কোনো সিনেমা নয়। দীর্ঘদিন পর আবারও উপস্থাপিকা হয়ে টিভিপর্দায় ফিরেছেন তিনি। আজ (১ নভেম্বর) শুক্রবার থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘রাঁধুনীর রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি।’ এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তিনি।

দেশসেরা রন্ধনশিল্পীদের নির্বাচিত ১০০ রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই টেলিভিশন অনুষ্ঠান। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন রন্ধনশিল্পীরা। প্রতি পর্বে দুজন রন্ধনশিল্পী দুটি রেসিপি রান্না করে দেখাবেন। এ রকম অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে নাবিলা বলেন, সিনেমার কাজে ব্যস্ত থাকায় মাঝে বেশ কিছুদিন উপস্থাপনা থেকে বিরত ছিলাম। আবার এখানে ফিরতে পেরে ভালো লাগছে। বিশেষ করে এই অনুষ্ঠানটির ভাবনা এবং আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। দক্ষ রন্ধনশিল্পীদের হাতে চমৎকার সব রান্নার দেখার অভিজ্ঞতা বেশ আনন্দের ছিল। পুরো কাজটি আমি খুব উপভোগ করেছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

‘আয়নাবাজি’ সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নাবিলার। অভিনয় করে আলোচনায় আসেন নাবিলা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। ‘আয়নাবাজি’ মুক্তির পর দীর্ঘদিন তাকে আর বড়পর্দায় দেখা যায়নি। স্বামী-সন্তান নিয়ে সংসার করছিলেন এই অভিনেত্রী। গত ঈদুল আজহায় শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে জুলি চরিত্রে দেখা যায় তাকে। এরপর আবারও নতুন করে আলোচনায় আসেন তিনি।

বিজনেস আওয়ার/ ০১ নভেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: