ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • 28

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নিহন নামের এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় নিহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই তরুণের আত্মীয় কে এম জনি জানান, নিহন এবার এইচএসসি পাস করেছেন। সন্ধ্যায় মোটরসাইকেলে গুলিস্তান থেকে বাসায় আসার পথে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহন চাঁদপুর সদর উপজেলার হিরন তালুকদারের সন্তান। তিনি যাত্রাবাড়ীর বিবিরবাগিচা দুই নম্বর গেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ০২ নভেম্বর/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণের মৃত্যু

পোস্ট হয়েছে : ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নিহন নামের এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় নিহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই তরুণের আত্মীয় কে এম জনি জানান, নিহন এবার এইচএসসি পাস করেছেন। সন্ধ্যায় মোটরসাইকেলে গুলিস্তান থেকে বাসায় আসার পথে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহন চাঁদপুর সদর উপজেলার হিরন তালুকদারের সন্তান। তিনি যাত্রাবাড়ীর বিবিরবাগিচা দুই নম্বর গেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ০২ নভেম্বর/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: