ঢাকা , মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে ঘুরে ছিনতাই করত

  • পোস্ট হয়েছে : ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • 32

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করতো একটি সংঘবদ্ধ চক্র। চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আরিফুল ইসলাম ইমন (২১), আরমান (২০) ও রাসেল (২১)। শনিবার (২ নভেম্বর) ভোরে বন্দর থানার কাস্টমস হাউজ এলাকার পশ্চিমে এক্সপ্রেসওয়ের পতেঙ্গাগামী লেন থেকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত নম্বরবিহীন মোটরসাইকেল এবং একটি ধারালো ছুরি জব্দ করে পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টহল ডিউটিকালে শনিবার ভোরে এক্সপ্রেসওয়ের কাস্টমস হাউজ এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা মূলত মোটরসাইকেলে ঘুরে অন্য মোটরসাইকেল চালকসহ অটোরিকশা যাত্রীদের টার্গেট করে ছিনতাই করতো। তাদের কাছ থেকে ধারালো ছোরা এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে দস্যুতা আইনে মামলা হয়েছে।

ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পথচারীদের বিভিন্ন রকম অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামি ইমনের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এডিসি তারেক।

বিজনেস আওয়ার/ ০৩ নভেম্বর/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে ঘুরে ছিনতাই করত

পোস্ট হয়েছে : ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করতো একটি সংঘবদ্ধ চক্র। চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আরিফুল ইসলাম ইমন (২১), আরমান (২০) ও রাসেল (২১)। শনিবার (২ নভেম্বর) ভোরে বন্দর থানার কাস্টমস হাউজ এলাকার পশ্চিমে এক্সপ্রেসওয়ের পতেঙ্গাগামী লেন থেকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত নম্বরবিহীন মোটরসাইকেল এবং একটি ধারালো ছুরি জব্দ করে পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টহল ডিউটিকালে শনিবার ভোরে এক্সপ্রেসওয়ের কাস্টমস হাউজ এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা মূলত মোটরসাইকেলে ঘুরে অন্য মোটরসাইকেল চালকসহ অটোরিকশা যাত্রীদের টার্গেট করে ছিনতাই করতো। তাদের কাছ থেকে ধারালো ছোরা এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে দস্যুতা আইনে মামলা হয়েছে।

ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পথচারীদের বিভিন্ন রকম অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামি ইমনের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এডিসি তারেক।

বিজনেস আওয়ার/ ০৩ নভেম্বর/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: