ঢাকা , মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বক্স অফিসের আয়ে দ্বিতীয় দিনে কার পাল্লা ভারী?

  • পোস্ট হয়েছে : ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • 36

বিনোদন ডেস্ক: দীপাবলি উৎসবে একসঙ্গে মুক্তি পেয়েছে বলিউডের দুই প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেইন।’ দীর্ঘদিন ধরেই সিনেমা দুটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। যার প্রভাব দেখা গেল বক্স অফিস লড়াইয়ে। দুটি সিনেমাই বেশ দুর্দান্ত শুরু করেছে বক্স অফিসে।

শুক্রবার (১ নভেম্বর) মুক্তির প্রথম দিন ‘সিংহাম এগেইন’ ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৪৩.৫০ কোটি রুপি। আর দ্বিতীয় দিন আয় করেছে ৪২ কোটি রুপি। দুই দিনে মোট ৮৫ কোটি রুপি ঘরে তুলেছে সিনেমাটি। বিশ্বব্যাপী ২ দিনে আয় ছাড়িয়েছে ১০০ কোটি। বক্স অফিসে ‘সিংহাম এগেইন’-এর সাফল্য অনুমেয় ছিল। রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর সবচেয়ে বড় সিনেমা বলা যায় একে। এর মাধ্যমে পর্দায় এক হয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রনবীর সিং, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা। আর সবশেষে চমক হিসেবে রয়েছেন দাবাং’খ্যাত সালমা খান।

বিখ্যাত চুলবুল পান্ডের চরিত্রেই হাজির হয়েছেন তিনি। যার ফলে সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশা ছিল ব্যাপক। আর মুক্তির পর বক্স অফিসেও যার প্রতিফলন লক্ষ করা যাচ্ছে। অন্যদিকে, মুক্তির দিন কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৩৫.৫ কোটি। যা অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং।

শনিবারে দেখা গেল ব্যবসার অঙ্ক ধরে রেখেছে এটি। ঘরে তুলেছে ৩৭ কোটি রুপি। যার ফলে ২ দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৭২.৫ কোটি রুপি। তবে বক্স অফিসের লড়াইয়ে সিংহামের সঙ্গে কিছুটা পিছিয়ে থাকলেও কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ নিয়ে দর্শক আগ্রহ চোখ পড়ার মতো। সিংহামের সঙ্গে সরাসরি যুদ্ধে বেশ শক্তিশালী শুরুই করেছে সিনেমাটি। দীপাবলির ছুটিতে বেশ ভাল আয় করবে উভয় সিনেমা, এমনটাই ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা।

বিজনেস আওয়ার/ ০৩ নভেম্বর/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বক্স অফিসের আয়ে দ্বিতীয় দিনে কার পাল্লা ভারী?

পোস্ট হয়েছে : ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: দীপাবলি উৎসবে একসঙ্গে মুক্তি পেয়েছে বলিউডের দুই প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেইন।’ দীর্ঘদিন ধরেই সিনেমা দুটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। যার প্রভাব দেখা গেল বক্স অফিস লড়াইয়ে। দুটি সিনেমাই বেশ দুর্দান্ত শুরু করেছে বক্স অফিসে।

শুক্রবার (১ নভেম্বর) মুক্তির প্রথম দিন ‘সিংহাম এগেইন’ ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৪৩.৫০ কোটি রুপি। আর দ্বিতীয় দিন আয় করেছে ৪২ কোটি রুপি। দুই দিনে মোট ৮৫ কোটি রুপি ঘরে তুলেছে সিনেমাটি। বিশ্বব্যাপী ২ দিনে আয় ছাড়িয়েছে ১০০ কোটি। বক্স অফিসে ‘সিংহাম এগেইন’-এর সাফল্য অনুমেয় ছিল। রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর সবচেয়ে বড় সিনেমা বলা যায় একে। এর মাধ্যমে পর্দায় এক হয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রনবীর সিং, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা। আর সবশেষে চমক হিসেবে রয়েছেন দাবাং’খ্যাত সালমা খান।

বিখ্যাত চুলবুল পান্ডের চরিত্রেই হাজির হয়েছেন তিনি। যার ফলে সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশা ছিল ব্যাপক। আর মুক্তির পর বক্স অফিসেও যার প্রতিফলন লক্ষ করা যাচ্ছে। অন্যদিকে, মুক্তির দিন কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৩৫.৫ কোটি। যা অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং।

শনিবারে দেখা গেল ব্যবসার অঙ্ক ধরে রেখেছে এটি। ঘরে তুলেছে ৩৭ কোটি রুপি। যার ফলে ২ দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৭২.৫ কোটি রুপি। তবে বক্স অফিসের লড়াইয়ে সিংহামের সঙ্গে কিছুটা পিছিয়ে থাকলেও কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ নিয়ে দর্শক আগ্রহ চোখ পড়ার মতো। সিংহামের সঙ্গে সরাসরি যুদ্ধে বেশ শক্তিশালী শুরুই করেছে সিনেমাটি। দীপাবলির ছুটিতে বেশ ভাল আয় করবে উভয় সিনেমা, এমনটাই ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা।

বিজনেস আওয়ার/ ০৩ নভেম্বর/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: