ঢাকা , মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে ১৭ বছর পর চ্যাম্পিয়ন শ্রীলংকা

  • পোস্ট হয়েছে : ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • 27

স্পোর্টস ডেস্ক: হংকং ক্রিকেট সিক্সেসে ১৭ বছর পর অবশেষে শিরোপার স্বাদ পেল শ্রীলংকা। এর আগে সবশেষ ২০০৭ সালে এই আসরে শিরোপার স্বাদ পেয়েছিল শ্রীলংকা। এটি লংকানদের দ্বিতীয় শিরোপা জয়। মংককে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন লংকান বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ ওভারে ম্যাচে ৫.৩ ওভারেই শেষ পাকিস্তানের ইনিংস। ফাহিম আশরাফের নেতৃত্বাধীন পাকিস্তানের সংগ্রহ ৭২ রান।

৭৩ রানের লক্ষ্যে নেমে ৫.৩ ওভারে ৩ উইকেটে ৭৬ রান করে লংকানরা। ফাইনালসেরা হয়েছেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। এক ওভার বোলিং করে ৬ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টসেরাও হয়েছেন আরেক লংকান। থারিন্দু রত্নায়েকে সিরিজে ৫ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী।

দুটি সেমিফাইনাল, ফাইনাল তিনটি ম্যাচই গতকাল হয়েছে মংককে। সকালেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ খেলেছিল শ্রীলংকার বিপক্ষে। মোহাম্মদ সাইফউদ্দিন-জিসান আলমদের নিয়ে গড়া বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছিল লংকানরা। এর আগে গত ১ নভেম্বর ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ১৮ রানে হারিয়েছিল লংকানরা।

বিজনেস আওয়ার/ ০৪ নভেম্বর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তানকে হারিয়ে ১৭ বছর পর চ্যাম্পিয়ন শ্রীলংকা

পোস্ট হয়েছে : ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক: হংকং ক্রিকেট সিক্সেসে ১৭ বছর পর অবশেষে শিরোপার স্বাদ পেল শ্রীলংকা। এর আগে সবশেষ ২০০৭ সালে এই আসরে শিরোপার স্বাদ পেয়েছিল শ্রীলংকা। এটি লংকানদের দ্বিতীয় শিরোপা জয়। মংককে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন লংকান বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ ওভারে ম্যাচে ৫.৩ ওভারেই শেষ পাকিস্তানের ইনিংস। ফাহিম আশরাফের নেতৃত্বাধীন পাকিস্তানের সংগ্রহ ৭২ রান।

৭৩ রানের লক্ষ্যে নেমে ৫.৩ ওভারে ৩ উইকেটে ৭৬ রান করে লংকানরা। ফাইনালসেরা হয়েছেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। এক ওভার বোলিং করে ৬ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টসেরাও হয়েছেন আরেক লংকান। থারিন্দু রত্নায়েকে সিরিজে ৫ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী।

দুটি সেমিফাইনাল, ফাইনাল তিনটি ম্যাচই গতকাল হয়েছে মংককে। সকালেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ খেলেছিল শ্রীলংকার বিপক্ষে। মোহাম্মদ সাইফউদ্দিন-জিসান আলমদের নিয়ে গড়া বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছিল লংকানরা। এর আগে গত ১ নভেম্বর ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ১৮ রানে হারিয়েছিল লংকানরা।

বিজনেস আওয়ার/ ০৪ নভেম্বর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: