ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষ, নিহত ২

  • পোস্ট হয়েছে : ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • 22

বিজনেস আওয়ার প্রতিবেদক:ভোলায় মোটরসাইকেল ও নসিমনের মুখামুখি সংঘর্ষে মো. ইমন (১৭) ও মো. নেছার উদ্দিন (১৮) নামে দুই মাদরাসার ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সিয়াম (১৯) নামে আরও একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইমন ভোলার চরফ্যাশনের নীল কমল গ্রামের মো. কামাল হোসেনের ছেলে ও নেছার উদ্দিন বোরহানউদ্দিন উপজেলার মানিকা গ্রামের মো. ইলিয়াস হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, দুপুরের দিকে নিহত ইমনের বাড়ি নীল কমল এলাকায় বেড়াতে আসেন নেসার উদ্দিন ও মো. সিয়াম। বিকেলে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পরে মোটরসাইকেল চালিয়ে চরফ্যাশন পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী নসিমনের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তারা তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে আহত হন।

পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ইমনকে মৃত ঘোষণা করেন। এছাড়া নেছার উদ্দিন ও সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর বরিশাল নেওয়ার পথে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত্যু হয় নেছারের। আহত সিয়াম বরিশালে চিকিৎসাধীন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খরব পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ থানায় করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/ ১২ নভেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভোলায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষ, নিহত ২

পোস্ট হয়েছে : ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক:ভোলায় মোটরসাইকেল ও নসিমনের মুখামুখি সংঘর্ষে মো. ইমন (১৭) ও মো. নেছার উদ্দিন (১৮) নামে দুই মাদরাসার ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সিয়াম (১৯) নামে আরও একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইমন ভোলার চরফ্যাশনের নীল কমল গ্রামের মো. কামাল হোসেনের ছেলে ও নেছার উদ্দিন বোরহানউদ্দিন উপজেলার মানিকা গ্রামের মো. ইলিয়াস হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, দুপুরের দিকে নিহত ইমনের বাড়ি নীল কমল এলাকায় বেড়াতে আসেন নেসার উদ্দিন ও মো. সিয়াম। বিকেলে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পরে মোটরসাইকেল চালিয়ে চরফ্যাশন পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী নসিমনের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তারা তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে আহত হন।

পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ইমনকে মৃত ঘোষণা করেন। এছাড়া নেছার উদ্দিন ও সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর বরিশাল নেওয়ার পথে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত্যু হয় নেছারের। আহত সিয়াম বরিশালে চিকিৎসাধীন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খরব পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ থানায় করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/ ১২ নভেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: