ঢাকা , মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নোলানের তারকাবহুল সিনেমায় থাকছেন ব্যাটম্যান তারকাও

  • পোস্ট হয়েছে : ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • 16

বিনোদন ডেস্ক: ক্রিস্টোফার নোলানের সিনেমা মানেই দর্শকের জন্য দারুণ কিছু। নির্মাণশৈলীতে তিনি জাদুকরের মতো মুগ্ধতা ছড়ান। শুধু বিনোদন নয়, তার সিনেমায় থাকেন বুদ্ধির খেলাও। সর্বশেষ ‘ওপেনহেইমার’ দিয়ে বিশ্ব মাতিয়েছেন তিনি। এবার শুরু করতে যাচ্ছেন নতুন সিনেমার কাজ।

নতুন খবর হলো, সেই সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্যাটম্যান’ তারকা রবার্ট প্যাটিনসন। এর আগে তিনি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ সিনেমায় কাজ করেছিলেন। আবারও তারা এক হচ্ছেন। নোলানের নতুন এই সিনেমার নাম এখনো প্রকাশ্যে আসেনি। কেবল জানা গেল, এই সিনেমায় প্যাটিনসন যোগ দেবেন একঝাঁক তারকার সঙ্গে।

যার মধ্যে আছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, লুপিতা নিয়োং’ও, অ্যান হ্যাথওয়ে এবং জেন্ডায়ার মতো তারকারা। ধারণা করা হচ্ছে আগামী বছরের প্রথমার্ধে এ ছবির শুটিং শুরু হবে। প্যাটিনসনও আগামী বছরে বেশ ব্যস্ত থাকবেন। ওয়ার্নার ব্রোস. তার ২০২২ সালের হিট ‘দ্য ব্যাটম্যান’ এর সিক্যুয়েলের শুটিং করার পরিকল্পনা করেছে। সেখানে তিনি আবারও সুপারহিরো হিসেবে অভিনয় করবেন।

এছাড়াও থ্রিলার প্রাইমটাইমে অভিনয় করছেন প্যাটিনসন। এই চলচ্চিত্রটির কাজও আগামী বছরের শুরুর দিকে শুরু হবে। এসব ব্যস্ততার ফাঁকেই অভিনেতা প্রিয় পরিচালক নোলানের ছবির জন্য সময় বরাদ্দ করেছেন। ইউনিভার্সাল এই নতুন সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করেছে ২০২৬ সালের ১৭ জুলাই। এটি থিয়েটার ও আইম্যাক্সে মুক্তি পাবে।

বিজনেস আওয়ার/ ২২ নভেম্বর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নোলানের তারকাবহুল সিনেমায় থাকছেন ব্যাটম্যান তারকাও

পোস্ট হয়েছে : ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: ক্রিস্টোফার নোলানের সিনেমা মানেই দর্শকের জন্য দারুণ কিছু। নির্মাণশৈলীতে তিনি জাদুকরের মতো মুগ্ধতা ছড়ান। শুধু বিনোদন নয়, তার সিনেমায় থাকেন বুদ্ধির খেলাও। সর্বশেষ ‘ওপেনহেইমার’ দিয়ে বিশ্ব মাতিয়েছেন তিনি। এবার শুরু করতে যাচ্ছেন নতুন সিনেমার কাজ।

নতুন খবর হলো, সেই সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্যাটম্যান’ তারকা রবার্ট প্যাটিনসন। এর আগে তিনি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ সিনেমায় কাজ করেছিলেন। আবারও তারা এক হচ্ছেন। নোলানের নতুন এই সিনেমার নাম এখনো প্রকাশ্যে আসেনি। কেবল জানা গেল, এই সিনেমায় প্যাটিনসন যোগ দেবেন একঝাঁক তারকার সঙ্গে।

যার মধ্যে আছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, লুপিতা নিয়োং’ও, অ্যান হ্যাথওয়ে এবং জেন্ডায়ার মতো তারকারা। ধারণা করা হচ্ছে আগামী বছরের প্রথমার্ধে এ ছবির শুটিং শুরু হবে। প্যাটিনসনও আগামী বছরে বেশ ব্যস্ত থাকবেন। ওয়ার্নার ব্রোস. তার ২০২২ সালের হিট ‘দ্য ব্যাটম্যান’ এর সিক্যুয়েলের শুটিং করার পরিকল্পনা করেছে। সেখানে তিনি আবারও সুপারহিরো হিসেবে অভিনয় করবেন।

এছাড়াও থ্রিলার প্রাইমটাইমে অভিনয় করছেন প্যাটিনসন। এই চলচ্চিত্রটির কাজও আগামী বছরের শুরুর দিকে শুরু হবে। এসব ব্যস্ততার ফাঁকেই অভিনেতা প্রিয় পরিচালক নোলানের ছবির জন্য সময় বরাদ্দ করেছেন। ইউনিভার্সাল এই নতুন সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করেছে ২০২৬ সালের ১৭ জুলাই। এটি থিয়েটার ও আইম্যাক্সে মুক্তি পাবে।

বিজনেস আওয়ার/ ২২ নভেম্বর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: