ঢাকা , মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ক্রিকেটারদের কার ভিত্তিমূল্য কত

  • পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • 20

স্পোর্টস ডেস্ক: আইপিএলের মেগা নিলাম এবার অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায়। আজ শনিবার এবং আগামীকাল (২৪ ও ২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে এই নিলাম অনুষ্ঠান। যেখানে নাম উঠবে বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের।

আইপিএলের ১০টি ফ্রাঞ্চাইজি। নিলাম থেকে সবাই মিলে সর্বোচ্চ ২০৪ জন খেলোয়াড় কিনতে পারবে। নিলামের জন্য ডাকা হবে মোট ৫৭৫ জন ক্রিকেটারকে। যাদের মধ্যে ২০৯ জন রয়েছে বিদেশি। এর মধ্যে নিলাম থেকে ৮০ জনের মত বিদেশি ক্রিকেটারকে কিনতে পারবে। বাংলাদেশের কতজন সুযোগ পাবেন শেষ পর্যন্ত?

বাংলাদেশ থেকে মোট ১৩ জন নাম নিবন্ধন করেছিলো আইপিএল নিলামের জন্য। সেখান থেকে বাছাইতে বাদ পড়েন একজন। বাকি ১২ জন রয়েছেন নিলামের তালিকায়। এদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য পেসার মোস্তাফিজুর রহমানের।

গত বেশ কয়েকটি আইপিএল টানা খেলে আসা মোস্তাফিজ গত আইপিএলে ছিলেন চেন্নাই সুপার কিংসে। সেবার শুরুতে বেশ ভালো বোলিং করলেও শেষের দিকে খেই হারিয়ে ফেলেছিলেন। তবুও মোস্তাফিজ নিলামে নিজের ভিত্তিমূল্য হিসেবে রেখেছেন ২ কোটি রুপি।

এরপর রয়েছেন সাকিব আল হাসান। গত আইপিএলে খেলার সুযোগ না পেলেও আছেন নিলাম তালিকায়। এবার তার ভিত্তিমূল্য তিনি ধরেছেন ১ কোটি রুপি। সঙ্গে আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও নিজের ভিত্তিমূল্য রেখেছেন ১ কোটি রুপি করে।

এ তালিকায় আছেন পেসার তাসকিন আহমেদও। অর্থাৎ কেউ কিনুক আর না কিনুক, তাসকিন নিজের মূল্য বাড়িয়েই রেখেছেন।

পৌনে এক কোটি রুপি (৭৫ লাখ) করে নিজেদের মূল্য নির্ধারণ করে নিয়েছেন নিলাম তালিকায় থাকা বাংলাদেশের বাকি ক্রিকেটাররা।

এর মধ্যে রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার লিটন দাস, তাওহিদ হৃদয়, পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা ও স্পিন অলরাউন্ডার মাহেদি হাসান।

বিজনেস আওয়ার/ ২৪ নভেম্বর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশের ক্রিকেটারদের কার ভিত্তিমূল্য কত

পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক: আইপিএলের মেগা নিলাম এবার অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায়। আজ শনিবার এবং আগামীকাল (২৪ ও ২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে এই নিলাম অনুষ্ঠান। যেখানে নাম উঠবে বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের।

আইপিএলের ১০টি ফ্রাঞ্চাইজি। নিলাম থেকে সবাই মিলে সর্বোচ্চ ২০৪ জন খেলোয়াড় কিনতে পারবে। নিলামের জন্য ডাকা হবে মোট ৫৭৫ জন ক্রিকেটারকে। যাদের মধ্যে ২০৯ জন রয়েছে বিদেশি। এর মধ্যে নিলাম থেকে ৮০ জনের মত বিদেশি ক্রিকেটারকে কিনতে পারবে। বাংলাদেশের কতজন সুযোগ পাবেন শেষ পর্যন্ত?

বাংলাদেশ থেকে মোট ১৩ জন নাম নিবন্ধন করেছিলো আইপিএল নিলামের জন্য। সেখান থেকে বাছাইতে বাদ পড়েন একজন। বাকি ১২ জন রয়েছেন নিলামের তালিকায়। এদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য পেসার মোস্তাফিজুর রহমানের।

গত বেশ কয়েকটি আইপিএল টানা খেলে আসা মোস্তাফিজ গত আইপিএলে ছিলেন চেন্নাই সুপার কিংসে। সেবার শুরুতে বেশ ভালো বোলিং করলেও শেষের দিকে খেই হারিয়ে ফেলেছিলেন। তবুও মোস্তাফিজ নিলামে নিজের ভিত্তিমূল্য হিসেবে রেখেছেন ২ কোটি রুপি।

এরপর রয়েছেন সাকিব আল হাসান। গত আইপিএলে খেলার সুযোগ না পেলেও আছেন নিলাম তালিকায়। এবার তার ভিত্তিমূল্য তিনি ধরেছেন ১ কোটি রুপি। সঙ্গে আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও নিজের ভিত্তিমূল্য রেখেছেন ১ কোটি রুপি করে।

এ তালিকায় আছেন পেসার তাসকিন আহমেদও। অর্থাৎ কেউ কিনুক আর না কিনুক, তাসকিন নিজের মূল্য বাড়িয়েই রেখেছেন।

পৌনে এক কোটি রুপি (৭৫ লাখ) করে নিজেদের মূল্য নির্ধারণ করে নিয়েছেন নিলাম তালিকায় থাকা বাংলাদেশের বাকি ক্রিকেটাররা।

এর মধ্যে রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার লিটন দাস, তাওহিদ হৃদয়, পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা ও স্পিন অলরাউন্ডার মাহেদি হাসান।

বিজনেস আওয়ার/ ২৪ নভেম্বর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: