বিজনেস আওয়ার ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ১৮৫ বছর পুরোনো একটি মসজিদের একটি অংশ ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি বান্দা-বাহরাইচ হাইওয়ের জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।
এ ঘটনাটি ঘটে মঙ্গলবার (১০ ডিসেম্বর), যখন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের ফতেহপুর জেলার নূরী জামে মসজিদের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। মসজিদটির এই অংশটি সড়কের ওপর অবস্থিত ছিল, যা সরকারী তরফে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) গত ১৭ আগস্ট মসজিদের ওই অংশটি সরানোর জন্য একটি নোটিশ পাঠিয়েছিল।
প্রশাসন দাবি করছে, মসজিদ কর্তৃপক্ষের কাছে বার বার নোটিশ দেওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে নির্ধারিত সময়ের পর মসজিদের অবৈধ অংশটি ভেঙে ফেলা হয়।
এদিকে, মসজিদ কমিটি এই পদক্ষেপের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছে। কিন্তু আদালত থেকে কোনো আদেশ আসার আগেই জেলা প্রশাসন তাদের উদ্যোগ বাস্তবায়ন করেছে। জেলা প্রশাসন আরও জানিয়েছে, আদালতে আবেদন জমা পড়লেও সেটি এখনও শুনানির জন্য নথিভুক্ত হয়নি, তাই মসজিদের ভাঙার কাজ সম্পন্ন করা হয়।
এই ঘটনা আরও একটি বিতর্ক সৃষ্টি করেছে, কারণ অনেকেই প্রশ্ন তুলেছেন, আদালতের আদেশ না পাওয়ার পরও প্রশাসন কীভাবে কার্যকরী পদক্ষেপ নিতে পারে। স্থানীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুসারে, সড়কের ওপর মসজিদের অংশ থাকায় এটি জনসাধারণের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল।
বিজনেস আওয়ার/ ১১ ডিসেম্বর / হাসান