ঢাকা , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হিলি সীমান্তে পতাকা বৈঠকে ভারতীয় গরু হস্তান্তর

  • পোস্ট হয়েছে : ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • 32

বিজনেস আওয়ার প্রতিবেদক: দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় একটি গরু মালিকের কাছে গরু হস্তান্তর করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে গরুটি।

আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়।

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারন।

হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে ফেরত দেওয়া হয়। এসময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যহত থাকবে।

বিজনেস আওয়ার/ ১১ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হিলি সীমান্তে পতাকা বৈঠকে ভারতীয় গরু হস্তান্তর

পোস্ট হয়েছে : ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় একটি গরু মালিকের কাছে গরু হস্তান্তর করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে গরুটি।

আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়।

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারন।

হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে ফেরত দেওয়া হয়। এসময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যহত থাকবে।

বিজনেস আওয়ার/ ১১ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: