ঢাকা , মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে বিক্ষোভের পর পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

  • পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 14

বিজনেস আওয়ার প্রতিবেদক: স্থানীয়দের বিক্ষোভের মুখে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুরুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে। পরে তাকে নড়াইল পুলিশলাইনে ক্লোজ করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তাকে ওই কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই পুলিশ পরিদর্শকের প্রত্যাহারের দাবিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দফায় দফায় বিক্ষোভ করেন এলাকাবাসী।

বিক্ষোভকারীরা জানান, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ পরিদর্শক নুরুন্নবী লাহুড়িয়া গ্রামের মধ্যে কয়েকটি চায়ের দোকান থেকে লুডু খেলতে থাকা ৭-৮ জনকে ফাঁড়িতে নিয়ে যান। পরে তাদের কাছে টাকা দাবি করেন। টাকা না দিলে জুয়া খেলার অপরাধে আদালতে চালান দেওয়ার হুমকি দেন।

তারা আরও জানান, স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা পুলিশ পরিদর্শকের কাছে আটকদের ছাড়াতে গেলে তাদের সঙ্গে বাজে আচরণ করেন তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সঙ্গে ফোনালাপেও অসদাচারণ করেন। একপর্যায়ে প্রধান উপদেষ্টাকে নিয়েও বাজে মন্তব্য করেন। পরে বিক্ষোভের মুখে আটকদের ছেড়ে দেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা কমিটির যুগ্ম-সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী বলেন, অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবী সবসময় অপেশাদার আচরণ করেন। যা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এজন্য উত্তেজিত জনতা মিছিল করে। এ বিষয়ে অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবীর মুঠোফোনে ফোন করলে তিনি রিসিভ করেননি।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মঙ্গলবার বলেন, অভিযোগ আসায় লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে সোমবার রাতে প্রত্যাহার করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ০৪ ফেব্রুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নড়াইলে বিক্ষোভের পর পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

বিজনেস আওয়ার প্রতিবেদক: স্থানীয়দের বিক্ষোভের মুখে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুরুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে। পরে তাকে নড়াইল পুলিশলাইনে ক্লোজ করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তাকে ওই কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই পুলিশ পরিদর্শকের প্রত্যাহারের দাবিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দফায় দফায় বিক্ষোভ করেন এলাকাবাসী।

বিক্ষোভকারীরা জানান, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ পরিদর্শক নুরুন্নবী লাহুড়িয়া গ্রামের মধ্যে কয়েকটি চায়ের দোকান থেকে লুডু খেলতে থাকা ৭-৮ জনকে ফাঁড়িতে নিয়ে যান। পরে তাদের কাছে টাকা দাবি করেন। টাকা না দিলে জুয়া খেলার অপরাধে আদালতে চালান দেওয়ার হুমকি দেন।

তারা আরও জানান, স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা পুলিশ পরিদর্শকের কাছে আটকদের ছাড়াতে গেলে তাদের সঙ্গে বাজে আচরণ করেন তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সঙ্গে ফোনালাপেও অসদাচারণ করেন। একপর্যায়ে প্রধান উপদেষ্টাকে নিয়েও বাজে মন্তব্য করেন। পরে বিক্ষোভের মুখে আটকদের ছেড়ে দেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা কমিটির যুগ্ম-সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী বলেন, অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবী সবসময় অপেশাদার আচরণ করেন। যা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এজন্য উত্তেজিত জনতা মিছিল করে। এ বিষয়ে অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবীর মুঠোফোনে ফোন করলে তিনি রিসিভ করেননি।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মঙ্গলবার বলেন, অভিযোগ আসায় লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে সোমবার রাতে প্রত্যাহার করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ০৪ ফেব্রুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: