ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিরি ‘আ’ মাঠে গড়াচ্ছে ২০ জুন

  • পোস্ট হয়েছে : ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • 360

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপে প্রায় তিন মাস পর ২০ জুন থেকে সিরি ‘আ’ মাঠে গড়াচ্ছে। কর্তৃপক্ষ সূচিও প্রকাশ করেছে লিগের। লিগ স্থগিত হয়ে গিয়েছিল ৯ মার্চ। এর আগেই স্থগিত হয়ে যায় লিগের চারটি ম্যাচ। শুরুতে স্থগিত হয়ে যাওয়া চারটি ম্যাচ দিয়েই পুনরায় যাত্রা শুরু করবে ইতালিয়ান লিগ।

সে দিন রাত সাড়ে ১১টায় মাঠে নামবে তোরিনো ও পার্মা। পরের ম্যাচে দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মাঠে নামবে ক্যালিয়ারি ও ভেরোনা। পরের দিন আতালান্তা আতিথ্য দেবে সাসুলোকে। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়। এর পরেই ঘরের মাঠে ইন্টার মিলান আতিথ্য দেবে সাম্পদোরিয়াকে। ম্যাচটি শুরু হবে দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।

এদিকে টানা নবম শিরোপার খোঁজে থাকা জুভেন্টাস এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে। মাউরিজিও সারির শিষ্যরা বোলোগনার বিপক্ষে লড়াই শুরু করবে ২২ জুন দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে। বেশির ভাগ দলের ১২টি করে ম্যাচ বাকি। সে হিসেবে ম্যাচ রয়েছে ১২৪টি। আর এসব ম্যাচ খেলা হবে ৪৩ দিনে। তাই লিগ চলার কথা ২০ জুন থেকে ২ আগস্ট।

বিজনেস আওয়ার/০২ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিরি ‘আ’ মাঠে গড়াচ্ছে ২০ জুন

পোস্ট হয়েছে : ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপে প্রায় তিন মাস পর ২০ জুন থেকে সিরি ‘আ’ মাঠে গড়াচ্ছে। কর্তৃপক্ষ সূচিও প্রকাশ করেছে লিগের। লিগ স্থগিত হয়ে গিয়েছিল ৯ মার্চ। এর আগেই স্থগিত হয়ে যায় লিগের চারটি ম্যাচ। শুরুতে স্থগিত হয়ে যাওয়া চারটি ম্যাচ দিয়েই পুনরায় যাত্রা শুরু করবে ইতালিয়ান লিগ।

সে দিন রাত সাড়ে ১১টায় মাঠে নামবে তোরিনো ও পার্মা। পরের ম্যাচে দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মাঠে নামবে ক্যালিয়ারি ও ভেরোনা। পরের দিন আতালান্তা আতিথ্য দেবে সাসুলোকে। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়। এর পরেই ঘরের মাঠে ইন্টার মিলান আতিথ্য দেবে সাম্পদোরিয়াকে। ম্যাচটি শুরু হবে দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।

এদিকে টানা নবম শিরোপার খোঁজে থাকা জুভেন্টাস এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে। মাউরিজিও সারির শিষ্যরা বোলোগনার বিপক্ষে লড়াই শুরু করবে ২২ জুন দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে। বেশির ভাগ দলের ১২টি করে ম্যাচ বাকি। সে হিসেবে ম্যাচ রয়েছে ১২৪টি। আর এসব ম্যাচ খেলা হবে ৪৩ দিনে। তাই লিগ চলার কথা ২০ জুন থেকে ২ আগস্ট।

বিজনেস আওয়ার/০২ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: