বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের (জিপি) থেকে নিট সম্পদে ২ হাজার ১শ কোটি টাকারও বেশিতে এগিয়ে রবি আজিয়াটা। তারপরেও কোম্পানিটির জিপির তুলনায় ৬৩০ শতাংশ ঋণ বেশি। কিন্তু এতে করেও কোম্পানিটির ব্যবসায় কোন সুফল নেই। বরং সুদজনিত ব্যয়ের চাপে এখনো মুনাফার জন্য ধুকছে রবি।
কোম্পানি দুটির ২০১৯ সালের আর্থিক হিসাব বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।
দেখা গেছে, গত ৩১ ডিসেম্বর রবির মোট ঋণের পরিমাণ দাড়াঁয় ২ হাজার ১৪০ কোটি ৯৪ লাখ টাকায়। এরমধ্যে দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ ৭২২ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া স্বল্পমেয়াদি ৭৩৫ কোটি ও দীর্ঘমেয়াদি ঋণের কারেন্ট পোরশন ৬৮৩ কোটি ২৪ লাখ টাকা।
অন্যদিকে জিপির মোট ঋণের পরিমাণ ছিল ২৯৩ কোটি ৪৩ লাখ টাকায়। এর পুরোটাই স্বল্পমেয়াদি ঋণ। কোম্পানিটির দীর্ঘমেয়াদি কোন ঋণ নেই।
এ হিসাবে জিপির থেকে রবির ব্যাংক ঋণের পরিমাণ বেশি ১ হাজার ৮৪৭ কোটি ৫১ লাখ টাকা বা ৬৩০ শতাংশ। যে কারনে মুনাফা করতে লড়াই করা রবির সুদজনিত ব্যয়ও বেশি।
রবির ব্যাংক ঋণের উপর ২০১৯ সালে সুদজনিত ব্যয় হয়েছে ১৮৬ কোটি ৮৪ লাখ টাকা। এই কোম্পানিটির লিজিংসহ ২০১৯ সালে নিট সুদজনিত ব্যয় হয়েছে ৫০৫ কোটি ৪৮ লাখ টাকা। যেখানে জিপির ব্যাংক ঋণের ৮০ কোটি ৪৭ লাখ টাকাসহ মোট সুদজনিত ব্যয় হয়েছে ২৫২ কোটি ৩১ লাখ টাকা।
আরও পড়ুন…….
গ্রামীণফোনের থেকে ২৬৬১ কোটি টাকার বেশি সম্পদ নিয়েও ধুকছে রবি
জিপির অর্ধেকের বেশি টার্নওভার রবির, কিন্তু মুনাফা ১ শতাংশেরও কম
সবচেয়ে বড় মূলধনী ন্যাশনাল ব্যাংক আস্থার তলানিতে, অতিক্রম করতে আসছে আরও দূর্বল ব্যবসার রবি
রবি শেয়ারপ্রতি ১ টাকা পাওয়ারও যোগ্যতা অর্জন করতে পারেনি
গ্রামীণফোনের ৯ মাসে ইপিএস ১৯.৮৯ টাকা, রবির বছরে ৪ পয়সা
ইতিহাসের সর্বনিম্ন ইপিএস নিয়ে সর্বোচ্চ শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে রবি
আইপিওকালীন জিপির ২৪৩ কোটি টাকার মূলধনে মুনাফা ছিল ৩০৬ কোটি, রবির ৪৭১৪ কোটিতে?
বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২০/আরএ
7 thoughts on “গ্রামীণফোনের থেকে নিট সম্পদে বেশি সত্ত্বেও ঋণে জর্জরিত রবি”