ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আসছে মম’র সেদিন কী ঘটেছিল?

  • পোস্ট হয়েছে : ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
  • 4

বিনোদন ডেস্ক : শফিকুর রহমান শান্তনুর চিত্রনাট্যে ‘সেদিন কী ঘটেছিল?’ শিরোনামের রহস্যময় ঘরানার নাটক নির্মাণ করেছেন পরিচালক দীপু হাজরা। নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

বিভিন্ন চরিত্রে আরও আছেন সমাপ্তি মাসুক, ফখরুল বাশার, মিলি বাশার, মীর শহীদ, মনি চৌধুরী, শাকিলা আক্তার, প্রিয়াঙ্কা মনি প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে মম বলেন, সাইকোলজিক্যাল নাটক এটি। এ ধরণের গল্পে আসলে অভিনয়ের সুযোগটা পাওয়া যায়। গল্পটাও ভালো। কাজটি ভালো হবে মনে হচ্ছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।

নির্মাতা দীপু হাজরা জানান, মম এখানে পাশাপাশি দুটি চরিত্রে অভিনয় করলেন। অভিনয় করছেন মুখোমুখি! যদিও দুজনের নাম ও বৈশিষ্ট্য আলাদা। একজন ঐশী অন্যজন পিয়ানা।

একটি বাস্তবের চরিত্র, অন্যটি অশরীরী। বাস্তবের চরিত্রটি ব্রোকেন ফ্যামিলিতে বড় হওয়া। কাজটি আসলে মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে তৈরি। যেখানে ভালোবাসার মোড়কে নতুন একটা রহস্যময় গল্প বলতে চেয়েছি।

দীপু হাজরা আরও জানান, চলছে সম্পাদনা ও আবহসংগীত তৈরির কাজ। শিগগিরই এটি প্রচার হবে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে। সঙ্গে উন্মুক্ত হবে ইউটিউবেও।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আসছে মম’র সেদিন কী ঘটেছিল?

পোস্ট হয়েছে : ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : শফিকুর রহমান শান্তনুর চিত্রনাট্যে ‘সেদিন কী ঘটেছিল?’ শিরোনামের রহস্যময় ঘরানার নাটক নির্মাণ করেছেন পরিচালক দীপু হাজরা। নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

বিভিন্ন চরিত্রে আরও আছেন সমাপ্তি মাসুক, ফখরুল বাশার, মিলি বাশার, মীর শহীদ, মনি চৌধুরী, শাকিলা আক্তার, প্রিয়াঙ্কা মনি প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে মম বলেন, সাইকোলজিক্যাল নাটক এটি। এ ধরণের গল্পে আসলে অভিনয়ের সুযোগটা পাওয়া যায়। গল্পটাও ভালো। কাজটি ভালো হবে মনে হচ্ছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।

নির্মাতা দীপু হাজরা জানান, মম এখানে পাশাপাশি দুটি চরিত্রে অভিনয় করলেন। অভিনয় করছেন মুখোমুখি! যদিও দুজনের নাম ও বৈশিষ্ট্য আলাদা। একজন ঐশী অন্যজন পিয়ানা।

একটি বাস্তবের চরিত্র, অন্যটি অশরীরী। বাস্তবের চরিত্রটি ব্রোকেন ফ্যামিলিতে বড় হওয়া। কাজটি আসলে মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে তৈরি। যেখানে ভালোবাসার মোড়কে নতুন একটা রহস্যময় গল্প বলতে চেয়েছি।

দীপু হাজরা আরও জানান, চলছে সম্পাদনা ও আবহসংগীত তৈরির কাজ। শিগগিরই এটি প্রচার হবে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে। সঙ্গে উন্মুক্ত হবে ইউটিউবেও।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: