ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইর লভ্যাংশ ঘোষণা

  • পোস্ট হয়েছে : ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের অর্থবছরে স্টক এক্সচেঞ্জটি ৫ শতাংশ লভ্যাংশ প্রদান করেছিল।

ডিএসইর এক পরিচালক বিজনেস আওয়ারকে বলেন, করোনার কারনে গত অর্থবছরে ব্যবসায় অবনমন হয়েছে। ওই সময় প্রায় ২ মাস শেয়ারবাজার বন্ধ থাকায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। এছাড়া এফডিআরের সুদের হার কমে যাওয়ায় আয় কমেছে। কিন্তু ব্যয় কমেনি। এসব কারনে এবার আগের বছরের থেকে লভ্যাংশ ঘোষণার পরিমাণ কমে এসেছে।

২০১৩ সালে ডিমিউচ্যুয়ালাইজেশনের মাধ্যমে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ অলাভজনক থেকে লাভজনকে রুপান্তর হয়। এরমধ্য দিয়ে ডিএসইর লভ্যাংশ ঘোষণাও শুরু হয়। সর্বপ্রথম ২০১৪-১৫ অর্থবছরের ব্যবসায় ডিএসইর পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করে। যা পরবর্তী ২ অর্থবছরও একই পরিমাণ ছিল। তবে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে লভ্যাংশের পরিমাণ ৫ শতাংশে নেমে আসে।

২০২০ সালের ৩০ জুন ডিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১০.৩০ টাকায়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজনেস আওয়ার/৩০ নভেম্বর, ২০২০/এসএম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডিএসইর লভ্যাংশ ঘোষণা

পোস্ট হয়েছে : ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের অর্থবছরে স্টক এক্সচেঞ্জটি ৫ শতাংশ লভ্যাংশ প্রদান করেছিল।

ডিএসইর এক পরিচালক বিজনেস আওয়ারকে বলেন, করোনার কারনে গত অর্থবছরে ব্যবসায় অবনমন হয়েছে। ওই সময় প্রায় ২ মাস শেয়ারবাজার বন্ধ থাকায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। এছাড়া এফডিআরের সুদের হার কমে যাওয়ায় আয় কমেছে। কিন্তু ব্যয় কমেনি। এসব কারনে এবার আগের বছরের থেকে লভ্যাংশ ঘোষণার পরিমাণ কমে এসেছে।

২০১৩ সালে ডিমিউচ্যুয়ালাইজেশনের মাধ্যমে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ অলাভজনক থেকে লাভজনকে রুপান্তর হয়। এরমধ্য দিয়ে ডিএসইর লভ্যাংশ ঘোষণাও শুরু হয়। সর্বপ্রথম ২০১৪-১৫ অর্থবছরের ব্যবসায় ডিএসইর পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করে। যা পরবর্তী ২ অর্থবছরও একই পরিমাণ ছিল। তবে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে লভ্যাংশের পরিমাণ ৫ শতাংশে নেমে আসে।

২০২০ সালের ৩০ জুন ডিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১০.৩০ টাকায়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজনেস আওয়ার/৩০ নভেম্বর, ২০২০/এসএম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: