ঢাকা , বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ছোট্ট আমলে মাফ হবে মুমিনের প্রতিদিনের গোনাহ

  • পোস্ট হয়েছে : ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
  • 69

বিজনেস আওয়ার ডেস্ক : কুরআন-সুন্নায় গোনাহ মাফের অসংখ্য আমল উঠে এসেছে। এসব আমলের প্রকৃত উদ্দেশ্য হলো বান্দা যেন কোনোভাবেই মুহূর্তের জন্যও আল্লাহকে ভুলে না যায়। বান্দা যতক্ষণ আল্লাহকে স্মরণ করবে ততক্ষণ সে গোনাহমুক্ত থাকবে।

কেননা আল্লাহর স্মরণ মানুষকে গোনাহ সংঘটিত হওয়ার সব অন্যায় ও অপরাধ থেকে হেফাজত করে। এ কারণেই প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে স্মরণ করার জন্য ছোট্ট একটি আমলের কথা তুলে ধরেছেন। যে আমলে বান্দার প্রতিদিনের গোনাহ তিনি ক্ষমা করে দেবেন।

হাদিসে এসেছে- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি দিনে এক শত বার পড়ে-

سُبْحَانَ اللهِ وَ بِحَمْدِهِ
উচ্চারণ : ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

অর্থ : আল্লাহ পবিত্র এবং প্রশংসাও তার। (এ ঘোষণা দেয়)
তার গোনাহ যদি সমুদ্রের ফেনারাশির সমানও হয় আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন।’ (বুখারি)

মুমিনদের উচিত, প্রতিদিন ১০০ বার ছোট্ট এ আমলটি চালিয়ে যাওয়া। যদি কেউ এক সঙ্গে এ আমলটি করতে না পারে, তবে প্রত্যেক ফরজ নামরে পর ভাগ করেও করতে পারেন। আর তাতে আমলকারী সমুদ্রের ফেনা সমান গোনাহ থেকে অর্থাৎ দিনের সব গোনাহ থেকেই মুক্তি পাবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন ছোট্ট এ তাসবিহর আমল করার তাওফিক দান করুন। আমিন।

বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ছোট্ট আমলে মাফ হবে মুমিনের প্রতিদিনের গোনাহ

পোস্ট হয়েছে : ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০

বিজনেস আওয়ার ডেস্ক : কুরআন-সুন্নায় গোনাহ মাফের অসংখ্য আমল উঠে এসেছে। এসব আমলের প্রকৃত উদ্দেশ্য হলো বান্দা যেন কোনোভাবেই মুহূর্তের জন্যও আল্লাহকে ভুলে না যায়। বান্দা যতক্ষণ আল্লাহকে স্মরণ করবে ততক্ষণ সে গোনাহমুক্ত থাকবে।

কেননা আল্লাহর স্মরণ মানুষকে গোনাহ সংঘটিত হওয়ার সব অন্যায় ও অপরাধ থেকে হেফাজত করে। এ কারণেই প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে স্মরণ করার জন্য ছোট্ট একটি আমলের কথা তুলে ধরেছেন। যে আমলে বান্দার প্রতিদিনের গোনাহ তিনি ক্ষমা করে দেবেন।

হাদিসে এসেছে- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি দিনে এক শত বার পড়ে-

سُبْحَانَ اللهِ وَ بِحَمْدِهِ
উচ্চারণ : ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

অর্থ : আল্লাহ পবিত্র এবং প্রশংসাও তার। (এ ঘোষণা দেয়)
তার গোনাহ যদি সমুদ্রের ফেনারাশির সমানও হয় আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন।’ (বুখারি)

মুমিনদের উচিত, প্রতিদিন ১০০ বার ছোট্ট এ আমলটি চালিয়ে যাওয়া। যদি কেউ এক সঙ্গে এ আমলটি করতে না পারে, তবে প্রত্যেক ফরজ নামরে পর ভাগ করেও করতে পারেন। আর তাতে আমলকারী সমুদ্রের ফেনা সমান গোনাহ থেকে অর্থাৎ দিনের সব গোনাহ থেকেই মুক্তি পাবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন ছোট্ট এ তাসবিহর আমল করার তাওফিক দান করুন। আমিন।

বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: