বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিজকাভুক্ত জিবিবি পাওয়ার কোম্পানির ১৫ বছর মেয়াদি পাওয়ার প্লান্টের মেয়াদ ২০২৩ সালের ১৭ জুন শেষ হয়ে যাবে। যে কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, আর্থিক হিসাবের ১১ পৃষ্টার নোট ‘বি’ অনুযায়ি জিবিবি পাওয়ার ২০০৬ সালের ১৭ অক্টোবর প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত হয়েছে। পরবর্তীতে পাবলিক কোম্পানিতে রুপান্তর হয়। কোম্পানিটি বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তির মাধ্যমে রেন্টাল ভিত্তিতে বগুড়ায় ১৫ বছর মেয়াদি পাওয়ার প্লান্ট তৈরী করে। যার মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৭ জুন।
এই পরিস্থিতিতে কোম্পানির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
এ বিষয়ে কোম্পানি সচিব মোহাম্মদ সাত্তার হোসাইন বিজনেস আওয়ারকে বলেন, এ সর্ম্পকে আমি কিছু বলতে পারব না, ম্যানেজমেন্ট বলতে পারবে। এছাড়া মেয়াদ শেষ হওয়া নিয়ে কোন পরিকল্পনা আছে কিনা, সেটাও জানা নেই বলে জানান তিনি। এ নিয়ে আলাদা একটি টিম কাজ করে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০১ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা ৩২.০১ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৯.১৬ শতাংশ ও সাধারন বিনিয়োগকারীদের ৪৮.৮৩ শতাংশ মালিকানা রয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাড়িঁয়েছে ২০ টাকায়।
আরও পড়ুন……..
খুলনা পাওয়ারের দুই প্লান্টের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মে মাসে
গ্রাহকদের কাছ থেকে পাওয়ার গ্রীডের ২৯১ কোটি টাকা আদায়ে শঙ্কা
বিজনেস আওয়ার/১৪ জানুয়ারি, ২০২১/আরএ
One thought on “জিবিবি পাওয়ার প্লান্টের মেয়াদ শেষ হচ্ছে ২৩ সালে”